লর্ডস টেস্টে বোলারদের দাপট

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 05:56:05

অস্ট্রেলিয়ার কাজটা সহজ হলো সকালে টস জিতেই। চারধারের হিম হিম ঠাণ্ডা বাতাস, আগের দিনের বৃষ্টিতে ঢেকে থাকা উইকেট, আকাশে মেঘের আনাগোনা। ফাস্ট বোলারদের জন্য এমন আদর্শ পরিবেশে লর্ডস টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়া বোলিং বেছে নিলো। এবং শুরুর বোলিংয়েই সাফল্য পেলো।

দিনের পুরোটা সময় বোলিংয়ে সেই দাপট দেখিয়ে গেলো অজিরা। ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমে গেলো মাত্র ২৫৮ রানে। জবাবে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৩০ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পিছিয়ে রইলো ২২৮ রানে।

বৃষ্টির কারণে লর্ডস টেস্টের প্রথম দিন খেলাই হয়নি। টসও হলো দ্বিতীয় দিন সকালে। দ্বিতীয় দিনের পুরোটা জুড়েই বোলারদের দাপট। স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগে সকালে ওপেনার জেসন রয়কে হারায় ইংল্যান্ড। আরেক ওপেনার রোরি বার্নস দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোরার। ৫৩ রান করেন এজবাস্টনের সেঞ্চুরিয়ান রোরি বার্নস।

মিডল অর্ডারে জো রুট, জো ডেনলি, জস বাটলার ও বেন স্টোকস ব্যাট হাতে ব্যর্থ। লেট অর্ডারে উইকেটকিপার কাম ব্যাটসম্যান জনি বেয়ারস্টো কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে দিনের শেষ সেশনে আউটের আগে বেয়ারস্টো করেন ৫২ রান। আট নম্বরে খেলতে নামা ক্রিস ওকস ৩২ রান করে তাকে ভালো সমর্থন দেন।

পেস বোলার প্যাট কামিন্স ও হ্যাজেলউড তিনটি করে উইকেট পান। স্পিনার নাথান লায়নও ৬৮ রানে ৩ উইকেট পান। টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়নের উইকেট সংখ্যা এখন ৩৫৫। উইকেট শিকারে অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট ফাস্ট বোলার ডেনিস লিলির পাশে এখন তার আসন।

টসে জিতে বোলিংয়ে অজি অধিনায়ক টিম পেইন ঠিক যা করতে চেয়েছিলেন সেই ইচ্ছেই তার পূরণ হয়। ১৩৮ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ডকে টেনে তোলেন জনি বেয়ারস্টো ও ক্রিস ওকস। লাঞ্চের পর ব্যাট করতে নেমে দুজনেই দলকে বিপদের গর্ত থেকে বের করে আনলেন। সপ্তম উইকেট জুটিতে এ দুজনে যোগ করেন ৭২ রান।

চা বিরতির পরপর এই জুটি বিচ্ছিন্ন হয়। ইংল্যান্ড ইনিংসের বাকি সময়টা একাই লড়লেন জনি বেয়ারস্টো।

দিনের শেষ সেশনে ১৩ ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ের শুরুটা অস্ট্রেলিয়ারও ভালো হয়নি। ডেভিড ওয়ার্নার চলতি অ্যাশেজে আরেকবার ব্যর্থ হলেন। আরেকবার শিকার স্টুয়ার্ট ব্রডের বলে। পারফেক্ট লেন্থে পড়া বলের নিশানাই পড়তে পারলেন না ওয়ার্নার। ৩ রানে বোল্ড হয়ে ফিরলেন তিনি।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ক্ষতি আর বাড়তে দেননি ক্যামেরুন ব্যানক্রফট এবং ওসমান খাজা।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে) ইংল্যান্ড ১ম ইনি: ২৫৮/১০ (৭৭.১ ওভারে, রোরি ৫৩, ডেনলি ৩০, বেয়ারস্টো ৫২, ওকস ৩২, কামিন্স ৩/৬১, হ্যাজেলউড ৩/৫৮, লায়ন ৩/৬৮)। অস্ট্রেলিয়া ১ম ইনি: ৩০/১ (১৩ ওভারে)

এ সম্পর্কিত আরও খবর