ক্রিকেট তারকাদের ঈদ আনন্দ বার্তা

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 23:42:21

ঈদ-উল-ফিতর ক্রিকেটারদের কেটেছিলো লন্ডনে। বিশ্বকাপের ব্যস্ততায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সেসময় নিজেদের প্রস্তুত করছিলো বাংলাদেশ দল। ঈদের নামাজ পড়ে সেবার দুপুরে খানিকটা বিশ্রাম নিয়েই ক্রিকেটারদের ছুটতে হয়েছিলো মাঠে, অনুশীলনে।

তবে ঈদুল আজহার আনন্দ ঠিকই জাতীয় দলের ক্রিকেটাররা দেশের মাটিতে পরিবার পরিজনদের সঙ্গে কাটাতে পারছেন। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার দেশের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদের দিন কাটিয়েছেন। টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য হজ পালনে থাকায় এবারের ঈদুল আজহা তার সৌদি আরবেই কাটছে।

তবে দেশের বাইরে থাকলেও দেশবাসিকে ঠিকই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফেসবুক বার্তায় সাকিব বলেন-‘ উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানি ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদ-উল-আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিক রহিম ঈদুল আজহা উদযাপন করছেন বগুড়ার মাটিডালিতে তার গ্রামের বাড়িতে। নিজের ফেসবুকে ঈদের জামাতে অংশ নেয়ার একটি ছবিও পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ঈদের আগের রাতে আরেকটি বার্তায় মুশফিক তার ভক্ত সমর্থক এবং দেশবাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। সেই বার্তায় তিনি বলেন-‘সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছ। ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই উৎসব। ঈদ মানেই সাম্য। ঈদ মানেই নিজেকে বিলিয়ে দেয়া। ক্ষুদ্রতার উর্ধ্বে উঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহার এই আনন্দঘন মূূহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সকবল ইবাদত, ত্যাগ, কোরবানি কবুল করে নেন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কোরবানির মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাল্লাহ। আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসি সবাইকে পবিত্র ঈদ-উল-আজহা এর শুভেচ্ছা। সবাইকে ঈদ মোকারক!’

এই শুভেচ্ছা বার্তার সঙ্গে মুশফিক তার স্ত্রী ও পুত্র সন্তানের ছবিও পোস্ট করেন।

কোরবানি ঈদে সাধারণত কোরবানির পশু কেনা নিয়েই সবাই বেশি ব্যস্ত থাকেন। শপিং-টপিং তেমন করা হয় না। তবে জাতীয় দলের তারকা সাব্বির রহমান এবারের ঈদুল আজহায় শপিং নিয়ে বেশ ব্যস্ত সময় কেটেছে। বিয়ে করেছেন বিশ্বকাপের আগেভাগে। এখনো আনুষ্ঠানিকতা বাকি। ঈদের পরেই সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলছেন তিনি। তাই বিয়ের কেনাকাটা করতে এবার ঈদুল ফিতরের আগে কলকাতা সফরে ছিলেন সাব্বির। সেখান থেকে শপিং শেষ করে ঢাকায় ফিরে রাজশাহীর বিমান ধরেন। ঢাকা টু রাজশাহীর ইউএস বাংলার ফ্লাইটে একেবারে পাইলটদের সঙ্গে গল্প জমিয়ে সময় কাটে তার! ইউএস বাংলার দুই পাইলট তাকে ককপিটে নিয়ে বসান। সেই ছবিও সাব্বির তার অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেছেন। আর ঈদের দিন সকালে নামাজ শেষে মায়ের সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে সাব্বির ঈদের শুভেচ্ছা বার্তায় লেখেন-‘ ঈদের এই বিশেষ দিন সবার মাঝে আনন্দ, হাসি ও শান্তির বার্তা নিয়ে আসুক। সবাইকে ঈদ মোবারক!’

ক্রিকেটার এনামুল হক বিজয়ও বিয়ে করেছেন বছর খানেক আগে। তবে আনুষ্ঠানিকতা বাকি। সেই ‘ইনিংস’ সেরে ফেলতে চাইছেন ঈদুল আজহার পরপরই। এনামুল সবাইকে ঈদের শুভেচ্ছায় লিখেছেন-ঈদের এই আনন্দ সবার মাঝে সুখ-সমৃদ্ধি ও উন্নতি বয়ে আনুক।’

শুভেচ্ছা বার্তায় জীবন সঙ্গিনী ফারিয়ার হাত ধরে থাকা ছবি পোস্ট করেছেন এনামুল।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও ঈদ করতে দেশের বাড়ি রাজশাহীতে। বাবা মারা যাওয়ার পর এটাই পাইলটের প্রথম ঈদ। সেই দুঃখ বুকে চেপেই পাইলট বলছেন-‘বাবা তোমাকে ছাড়া প্রথম ঈদ কাটাতে হচ্ছে!’ ঈদের খুশিতে সবার জীবন যেন ঝলমলে আনন্দময় হয়ে উঠুক সেই কামনাও করেছেন পাইলট-‘পরিবারের সবার জীবন যেন সুখ-শান্তিতে কাটুক সেই কামনাই করছি আমি।’

 রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসায় পুত্রসন্তান ও বাবাকে সঙ্গে নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করে তাসকিনও তার সমর্থকদের সবাইকে জানিয়েছেন-‘ঈদ মোবারক।’

এ সম্পর্কিত আরও খবর