উড়ন্ত জয়ে লিগ মিশন শুরু লিভারপুলের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 03:28:39

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা হয়েছে লিভারপুলের। প্রথম ম্যাচেই গতবারের রানার্স আপরা একেবারে অনায়াসে হারিয়ে দিয়েছে নবাগত নরিচ সিটিকে। অ্যানফিল্ডে শুক্রবার রাতে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে অলরেডরা জিতেছে ৪-১ গোলে।

ইতিহাস জানাচ্ছে এনিয়ে নিজেদের মাঠ অ্যানফিল্ডে টানা ৪১ লিগ ম্যাচে অপরাজিত থাকল লিভারপুল।
 
খেলার শুরুতে অবশ্য ভাগ্য সঙ্গে ছিল লিভারপুলের। সাত মিনিটে এগিয়ে যায় আত্মঘাতি গোলে। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা এরপর খেলার  ১৯তম মিনিটে দ্বিগুণ করে ব্যবধান। রবের্তো ফিরমিনোর দুর্দান্ত পাস থেকে মোহাম্মদ সালাহ তুলে নেন চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনিই।

খেলার ২৮তম মিনিটে আরও পিছিয়ে পড়ে নরিচ। সালাহর ভাসানো কর্নারে দুর্দান্ত হেড ফন ডাইকের। আরো এগিয়ে যায় লিভারপুল।
 
একের পর এক আক্রমণে প্রথমার্ধেই আরও গোল হজম করতে পারতো প্রিমিয়ারে উঠে আসা নরিচ সিটি। গোলকিপার টিম ক্রুলের দক্ষতায় রক্ষা। অবশ্য বিরতির আগেই ফের গোল পেয়ে যায় অলরেডরা। ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ভাসানো বলে হেডে নিশানা খুঁজে নেন ভিভক অরিগি।

অবশ্য এরইমধ্যে চোট নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল তারকা গোলকিপার আলিসন। তার বদলে মাঠে নামেন স্প্যানিশ গোলকিপার আদ্রিয়ান।

এরপর অবশ্য আর গোলের দেখা পায়নি লিভারপুল। উল্টো একটি গোল হজম করে।  ৬৪তম মিনিটে অফসাইডের ফাঁদ টপকে নরিচের পক্ষে গোল করেন তেমু পুক্কি (১-৪)। শেষ অব্দি এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এ সম্পর্কিত আরও খবর