সিরিজ শেষে অধিনায়ক তামিম যা বললেন

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 22:19:54

বাজে সময় ক্রিকেটে আগেও গেছে তামিম ইকবালের। কিন্তু তাই বলে এমন বাজে সময় আগে কখনো আসেনি। ২, ১৯, ০ ও ৮।  টানা চার ম্যাচে মাত্র ২৯ রান। ১২ বছরের আর্ন্তজাতিক ক্যারিয়ারে এই প্রথম এমন দুঃসময় দেখলেন তামিম!

তাও আবার কখন?

যখন তিনি ওয়ানডে আর্ন্তজাতিক ক্রিকেটে দলের অধিনায়ক! দলের ব্যাটসম্যান হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পুরোদুস্তর ব্যর্থ তামিম।
আসলে পুরো দলই যখন ব্যর্থ, তখন অধিনায়কত্বের ভাল-মন্দ খোঁজার উপায় কি? কারণ একজন অধিনায়ক তেমনই ভালো, যেমন তার দল! অধিনায়ক তামিম ইকবালও সেই তত্তে¡ই বিশ্বাসী। ৩-০’র পরিস্কার ব্যবধানে হারা সিরিজ থেকে কি শিখলো বাংলাদেশ সেই প্রসঙ্গে তামিম বলছিলেন-‘দায়িত্বটাই আমরা এই সিরিজে পালন করতে পারিনি। এক্ষেত্রে আমি নিজেকে দিয়েই দোষের দিকটা শুরু করি। আমি প্রায় ১২ বছরের মতো সময় ধরে আর্ন্তজাতিক ক্রিকেটে খেলছি। এই দলের আরো অনেক খেলোয়াড় জাতীয় দলের হয়ে লম্বা সময় ধরে খেলছে। এটা খুবই হতাশাজনক যে সিরিজে আমরা নিজেদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারিনি। দলের প্রয়োজনটাই আমরা পুরো করতে পারিনি। সিরিজ শেষ, এখন ক্রিকেট নিয়ে ভাবতে হবে। ভালোভাবে আবার শক্তিশালী মেজাজ নিয়ে মাঠে ফিরতে হবে। নেতিবাচক বলার মতো অনেক কিছুই আছে এই সিরিজে। আমি নিজের ব্যর্থতা দিয়েই সেটা শুরু করতে চাই। এই সিরিজে আমার যেমন খেলা উচিত ছিলো, সেটা আমি ব্যাটসম্যান হিসেবে করতে পারিনি। আমরা সিরিজে কোনো ম্যাচই জিততে পারিনি। এই অবস্থা থেকে ফিরে আসার এখন একটাই উপায়-একজোট হয়ে বসে সমস্যাগুলো আমরা আলোচনা করবো। শক্তিশালী ভঙ্গিতে ফিরে আসাটাই হবে এখন আমাদের একমাত্র উপায়।’

অধিনায়কত্ব অনেকের জন্য নেহাত আনন্দের বিষয় নয়- বোঝাও বটে। এই সিরিজে কি তামিমের ব্যাটে সেই বোঝাও চেপে বসেছিলো?

নিজের টানা ব্যর্থতা প্রসঙ্গে তামিম অধিনায়কত্বকে বোঝা হিসেবে মানতে নারাজ। তার ব্যাখাটা এমন-‘ আমি তো নিজেই নিজেকে ডুবিয়েছি। আমার বাজে সময়টা শুরু হয়েছিলো বিশ্বকাপ থেকেই। তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমি চেষ্টা করিনি, এমন কিছু নয়। নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছি আমি। কিন্তু সম্ভবত সেটাও সঠিক কিছু ছিলো না। এখন আবার নিজেকে নিয়ে বসতে হবে। কিছুটা সময় কাটাতে হবে। নিজের দুর্বলতা কোথায় সেটা খুঁজে বের করে, সমাধান করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর