প্রস্তুতি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 13:11:13

আসল লড়াইয়ের আগে প্রস্তুতি পর্বেই বড় লক্ষ্যের সামনে বাংলাদেশ দল। কলম্বোতে তামিম ইকবালদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। এই লড়াইয়ে মঙ্গলবার শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়েছে নিরোশান ডিকভেলার দল।

৮ উইকেটে ৫০ ওভারে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ করেছে ২৮২ রান। ৩২ রানে ৩ উইকেট হারালেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ তুলে নিয়েছে দলটি।

এদিন কলম্বোতে টসে হেরে ফিল্ডিংয়ে নামে তামিম ইকবালের দল। আর শুরুতেই চেপে ধরেছিল স্বাগতিকদের। কিন্তু শুরুর ধাক্কা সামলে লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ গড়ে বড় সংগ্রহ। ম্যাচে দাসুন শানকা ৬৩ বলে খেলেন ৮৬ রানের অপরাজিত এক ইনিংস। শেহান জয়সুরিয়ার ব্যাটে ৭৮ বলে ৫৬।

বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও সৌম্য সরকার নেন দুটি করে উইকেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ শিকার করেছেন একটি করে উইকেট। ম্যাচে ৯ বোলারকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক তামিম।

২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

এ সম্পর্কিত আরও খবর