আইসিসির হয়ে খেলবেন বাংলাদেশের জাহানারা-ফারজানা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 04:13:39

অনন্য সম্মান পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। আইসিসি গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে ডাক পেলেন জাহানারা আলম ও ফারজানা হক। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই দলটির হয়ে খেলতে ইংল্যান্ডে যাবেন তারা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটের বাইরে থাকা দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে এই দল গঠন করা হয়েছে।

কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলে এসেছেন ভারতের টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে। বল হাতে দাপটও দেখিয়েছেন জাহানারা আলম। সেই সাফল্যের পথ ধরে এবার আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে খেলার সুযোগ মিলেছে। ৮ বছর ধরে জাতীয় দলে খেলা জাহানারার ক্যারিয়ারে নতুন আরেক অর্জন যোগ হচ্ছে এবার।

জাহানারার সঙ্গে আছেন বাংলাদেশের ব্যাটার ফারজানা হক। যিনি জাতীয় দলের জার্সিতে এরইমধ্যে খেলেছেন ৩৫টি ওয়ানডে ম্যাচ। জাতীয় দলে নিজের জায়গাটা বেশ পোক্ত করে নিয়েছেন তিনি।

সব কিছু ঠিক থাকলে ২৫ জুলাই রাতে ইংল্যান্ডের পথে ঢাকা ছাড়বেন জাহানারা ও ফারজানা। দশদিন তাদের দেশটিতে থাকার কথা রয়েছে।

এই সফরে ইংল্যান্ড সুপার লিগের দলগুলোর বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে আইসিসি ডেভেলপমেন্ট দল।

এ সম্পর্কিত আরও খবর