বিশ্বকাপ ক্রিকেটের ‘এ টু জেড’

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 00:03:09

পর্দা নেমেছে আইসিসি ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের। রোববার ফাইনালে সুপার ওভারের রোমাঞ্চে শিরোপা জিতেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরার ট্রফি জিতেছে ক্রিকেটের জনকরা। সেই ১৯৭৫ সাল থেকে শুরু ওয়ানডে ক্রিকেটের উত্তেজনা। এরপর শিরোপা সোনার হরিণ হয়েই ছিল ইংলিশদের। এবার মিলল সাফল্য।

৪৬ দিনে ৪৮ ম্যাচের লড়াই শেষে এখন চলছে হিসাব-নিকাশ। মিলছে অনেক প্রশ্নের উত্তর। চলুন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ‘এ টু জেড’ দেখে নেই এক নজরে-

চ্যাম্পিয়ন : ইংল্যান্ড
রানার্স আপ : নিউজিল্যান্ড
ম্যান অব দ্য টুর্নামেন্ট : কেন উইলিয়ামসন



রানে এগিয়ে রোহিত শর্মা-

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ভারতের এই ওপেনার ৯ ম্যাচে করেন ৬৪৮ রান। কুমার সাঙ্গাকারার ৪ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে এ আসরে নতুন কীর্তি গড়েন ভারতের এ ওপেনার। এরপরই ৬৪৭ রান নিয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে সাকিব আল হাসান (৬০৬)।

ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর- ডেভিড ওয়ার্নার ১৬৬
ব্যাটিং গড়- সাকিব আল হাসান ৮৬.৫৭
স্ট্রাইক রেট- জস বাটলার ১২২.৮৩
সর্বোচ্চ শতরান- রোহিত শর্মা ৫
সর্বোচ্চ ফিফটি+- সাকিব আল হাসান ৭
সর্বোচ্চ চার- রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো (৬৭)
সর্বোচ্চ ছক্কা- ইয়ন মরগান (২২)

বিশ্বরেকর্ড মিচেল স্টার্কের-

এবারের বিশ্বকাপে ২৭ উইকেট নিয়ে শীর্ষে মিচেল স্টার্ক। তারই পথ ধরে গড়েন বিশ্বরেকর্ড! ২০০৭ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ২৬ উইকেট নেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাকে টপকে গেলেন স্বদেশী স্টার্ক। ২১ উইকেট নিয়ে এরপরই নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। ২০ উইকেট নিয়ে তিন নম্বরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের জোফরা আর্চারের দখলেও সমান ২০ উইকেট।

সেরা বোলিং ফিগার- শাহিন শাহ আফ্রিদি ৬/৩৫
সেরা গড়- মোহাম্মদ শামি ১৩.৭৮
সেরা ইকোনমি- কলিন ডি গ্র‍্যান্ডহোম ৪.১৫
ইনিংসে ৫ উইকেট- মুস্তাফিজুর রহমান ও মিচেল স্টার্ক (২বার)
সর্বোচ্চ মেডেন- জাসপ্রিত বুমরাহ ৯
সর্বোচ্চ ওভার- জোফরা আর্চার ১০০.৫

উইকেটরক্ষক-

সর্বোচ্চ ডিসমিসাল- টম লাথাম (২১টি)
সর্বোচ্চ স্ট্যাম্পিং- মহেন্দ্র সিং ধোনি (৩)
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল- অ্যালেক্স ক্যারি, টম লাথাম (৫)



১৩ ক্যাচ জো রুটের-

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ তালুবন্দী করেছেন জো রুট। ১১ ম্যাচে নিয়েছেন ১৩টি ক্যাচ। ১০ ম্যাচ খেলে এরপরই আছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। ৯টি ক্যাচ নিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। বাংলাদেশের সৌম্য সরকার, ইংল্যান্ডের ক্রিস ওকস, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল ৮ ক্যাচ নিয়েছেন।

এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ- ক্রিস ওকস, জনি বেয়ারস্টো (৪টি)।

শামি-বোল্টের হ্যাটট্রিক-

২০১৯ বিশ্বকাপ দেখেছে দুটি হ্যাটট্রিক। বল হাতে এই কীর্তি গড়েন ভারতের মোহাম্মদ শামি ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। আফগানিস্তানের বিপক্ষে রাউন্ড রবিন লিগের ম্যাচে টানা তিন বলে তুলে নেন মোহাম্মদ নবি, আফতাব আলম ও মুজিব উর রেহমানের উইকেট। ট্রেন্ট বোল্ট হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনি ফেরান উসমান খাজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে।

এ সম্পর্কিত আরও খবর