জয়াবর্ধনেকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 07:13:00

নতুন এক মাইলফলক গড়লেন কেন উইলিয়ামসন। ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে। এক বিশ্বকাপ আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন এ কিউই তারকা।

রোববার লর্ডসের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইনিংসের দশম ওভারে জোফরা আর্চারের ডেলিভারিকে স্কয়ার লেগে ঠেলে দিয়েই সিঙ্গেল রান নেন উইলিয়ামসন। এবং বিশ্বকাপে নতুন ইতিহাস লিখে ফেলেন কিউই ক্যাপ্টেন।

ওই সিঙ্গেল রান নিলে ২০১৯ বিশ্বকাপে উইলিয়ামসনের সংগ্রহ দাঁড়ায় ৫৪৯ রান।  ছাড়িয়ে যান জয়াবর্ধনেকে। যা যে কোনো বিশ্বকাপ আসরে কোনো অধিনায়কের সর্বোচ্চ রান। শ্রীলঙ্কার সাবেক এ অধিনায়ক ২০০৭ বিশ্বকাপে ১১ ইনিংসে সংগ্রহ করে ছিলেন ৫৪৮ রান।

তবে ফাইনালে খুব বেশি রান করতে পারেননি উইলিয়ামসন। ৩০ রান করে লিয়াম প্লাঙ্কেটের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এবারের বিশ্বকাপে উইলিয়ামসনের মোট সংগ্রহ ৫৭৮ রান।

দুই অধিনায়কই নিজের দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। তবে শ্রীলঙ্কা সেবার অস্ট্রেলিয়ার কাছে হার মানে।

এক বিশ্বকাপে অধিনায়কদের সর্বোচ্চ সংগ্রহ
নাম                    দেশ                রান            সাল
কেন উইলিয়ামসন       নিউজিল্যান্ড    ৫৭৮            ২০১৯
মাহেলা জয়াবর্ধনে        শ্রীলঙ্কা          ৫৪৮            ২০০৭
রিকি পন্টিং            অস্ট্রেলিয়া        ৫৩৯            ২০০৭
অ্যারন ফিঞ্চ            অস্ট্রেলিয়া        ৫০৭            ২০১৯

এ সম্পর্কিত আরও খবর