হতাশ তবে, কোহলিদের পাশেই নরেন্দ্র মোদি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 13:07:47

শিরোপা জয়ের স্বপ্নই দেখেছিলেন তিনি! প্রতিটি ম্যাচেই ভারতের জয় ছুঁয়ে গিয়েছিল তাকে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। কিন্তু এবার হতাশা ছুঁয়ে গেছে নরেন্দ্র মোদিকে। সেটাই তো স্বাভাবিক। তার দেশ ভারত যে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে!

বুধবার কোহলিদের ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। অথচ লিগ পর্বে দুর্দান্ত খেলে দলটি পেয়েছিল সেমির টিকিট। শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেই দল বিদায় নিল বিশ্বকাপ থেকে।

জিততে ভারতের দরকার ছিল মাত্র ২৪০ রান। ম্যানচেস্টারের ওল্ড ট্যাফোর্ডে শুরুর ধাক্কা সামলে লড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ও রবিন্দ্র জাদেজা। কিন্তু তারা বিদায় নিতেই সব শেষ। ২২১ রানে অলআউট দল।

এমন হারের পর সবাই যখন সমালোচনায় মুখর তখন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকলেন বিরাটদের পাশে।

ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে জানালেন প্রতিক্রিয়া। তিনি লিখেছেন, ‘এটি হতাশাজনক এক ফল। কিন্তু এটা ভাল লেগেছে টিম ইন্ডিয়া শেষ অব্দি লড়াকু মানসিকতা ধরে রেখেছে। ভারত পুরো টুর্নামেন্টেই ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছে। এজন্য আমরা গর্বিত। হার-জিত জীবনেরই অংশ। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকল।’

এ সম্পর্কিত আরও খবর