‘পাকিস্তানকে বিপদে ফেলতে পারে টাইগাররা’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:16:37

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। দাপটের সঙ্গে হারিছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে। হার মানলেও কেন উইলিয়ামসন, অ্যারন ফিঞ্চ ও বিরাট কোহলিদের বিপক্ষে লড়াকু মানসিকতা দেখিয়েছে টাইগাররা। জয়ের কাছাকাছি গিয়েও সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেনি তারা।

সন্দেহ নেই আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষেও দুরন্ত পারফরম্যান্স উপহার দিতে মুখিয়ে আছে লাল-সবুজ শিবির। কথাটা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন সাকলায়েন মুশতাক।

পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটারের ভিডিও বার্তা, ‘বাংলাদেশের আগামী ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও পাকিস্তানকে বিপদে ফেলে দিতে পারে তারা। ভারতের বিপক্ষে হারলেও ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বাঁচা-মরার লড়াইয়ে এমন পারফরম্যান্সই হওয়া উচিত। মেধা, শক্তি ও সামর্থ্য সবটাই দেখিয়েছে টাইগাররা।’

তাহলে বাংলাদেশের বিপক্ষে জেতার উপায় কী? প্রিয় দলকে সে পরামর্শও দিয়ে রেখেছেন দুসরার জনক, ‘ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সেরা পারফর্ম করতে হবে পাকিস্তানকে। তবেই কেবল বাংলাদেশের বিপক্ষে জেতা সম্ভব।’

বাংলাদেশের ক্রিকেট অস্ত্র সম্পর্কে সতর্ক করলেন এ বোলিং মেন্টর, ‘বাংলাদেশ দলে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞে যে আছে দুর্দান্ত ফর্মে।  আছে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানও।’

কার্যত সেমি-ফাইনালের আশা শেষ হয়ে গেলেও শেষটা জয়ের রঙে রাঙাতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে বলেই মনে করছেন মুশতাক, ‘ভারতের বিপক্ষে টাইগাররা সবাই ভালো করেছে। জিততে হলে সর্বোচ্চ খেলাটাই খেলতে হবে সরফরাজদের।’




এ সম্পর্কিত আরও খবর