ধোনি ভক্তদের তোপে শচীন টেন্ডুলকার

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 01:27:39

ভারতীয় ক্রিকেটে বরাবরই আলাদা সম্মান পেয়ে থাকেন তিনি। সবারই প্রিয় আর শ্রদ্ধার ক্রিকেটার শচীন টেন্ডুলকার। খেলা ছেড়ে দেওয়ার পরও ধরে রেখেছিলেন নিজের ইমেজ। কিন্তু এবারের বিশ্বকাপে বিশ্লেষক হতে গিয়ে অনেক অপ্রিয় কথাই বলতে হচ্ছে তাকে। এজন্য অপ্রীতিকর ঘটনারও মুখোমুখি হচ্ছেন শচীন!

আফগানিস্তানের বিপক্ষে ১১ রানের জয়ে ম্যাচে ধীর গতিতে ব্যাট করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। এজন্য শচীন বলেছিলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ১১ রানের জয়ে ম্যাচে খেলার কোনো ইতিবাচক ইচ্ছাই ছিল না ভারতীয় ক্রিকেটারদের। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি (৫২ বলে ২৮ রান) ও কেদার যাদবের (৬৮ বলে ৫২ রান)। তাদের ৫৭ রানের কচ্ছপ গতির পার্টনারশিপই তার প্রমাণ।’

এই মন্তব্য করেই চাপে আছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। লিটল মাস্টারের এ মন্তব্য মেনে নিতে পারেনি ধোনি ভক্তরা। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়েছে তারা। কোনো ছাড় না দিয়ে রীতিমতো কিংবদন্তি ক্রিকেটারকে চেপে ধরেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে যাচ্ছেন তার কড়া জবাব। এমনকি ভারতীয় ক্রিকেট ঈশ্বরকে উত্যক্ত করে যাচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান ধোনির সমর্থকরা।

ধোনি ও যাদবের প্রতি অসন্তুষ্টি জানিয়ে শচীন বলে ছিলেন, ‘আমি খানিকটা হতাশ। পারফরম্যান্সটা আরো ভালো হতে পারত। ধোনি ও যাদবের জুটি নিয়ে মোটেই খুশী নই। কচ্ছপ গতিতে খেলেছে তারা। ৩৪ ওভারই আমরা স্পিন বল মোকাবেলা করেছি। কিন্তু স্কোর দাঁড়িয়ে মাত্র ১১৯ রান। এখানটায় আমরা মোটেই তৃপ্ত নই। খেলার ইতিবাচক কোনো অভিপ্রায়ই তাদের ছিল না।’

এ অবস্থায় ক্যারিয়ারের পারফরম্যান্স নিয়ে অনেক ক্রিকেট অনুরাগী ধোনির সঙ্গে তুলনা করেছে শচীনের। একজন তো শচীন ও ধোনির বায়োপিক নিয়েই তুলনা টেনেছেন। টুইঙ্কেলিং সানিয়া নামের একজন তো টুইটারে লিখেছেন, ‘আমার কাছে ধোনি ও শচীন সমান। মানুন নয়তো মরুণ।’

এক অন্ধ ভক্ত দর্শক ভরা গ্যালারির ছবি দিয়ে লিখেছেন, ‘দর্শক দেখছে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি।’ পাশে পুরো গ্যালারিতে মাত্র একজন বসে আছেন। এমন ছবি দিয়ে লিখেছেন, ‘দর্শক দেখছেন, শচীন: এ বিলিয়ন ড্রিমস।’ নির্মল নামের আরেক জন্য টুইট করেছেন, ‘এই মানুষটি (ধোনি) আপনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন। যা আপনি পুরো ক্যারিয়ারে জিততে পারেননি।’

যদিও ২০১৯ বিশ্বকাপে এখনো নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি ধোনি। খেলেছেন মাত্র ২৮, ১, ২৭ ও ৩৪ রানের ইনিংস।

এ সম্পর্কিত আরও খবর