ডোনাল্ডের রেকর্ড ভাঙলেন তাহির

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:51:32

ক্রিকেট বিশ্বকাপে নতুন এক মাইলফলক গড়লেন ইমরান তাহির। রোববার ভাঙলেন পুরনো এক রেকর্ড। নতুন ইতিহাস লিখে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেট শিকারি বনে গেলেন এ তারকা স্পিনার। টপকে গেছেন অ্যালান ডোনাল্ডকে।

পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান (৪৪) ও ইমাম-উল-হককে (৪৪) ফিরিয়ে নতুন এ কীর্তি গড়েন তাহির। এনিয়ে তার উইকেট এখন ৩৯। যা ২০০৩ বিশ্বকাপ শেষে অবসর নেওয়া প্রোটিয়া ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডের চেয়ে এক উইকেট বেশি। চলতি টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাহির পেয়েছেন দশ উইকেট।

বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তাহির (৪০ বছর ৮৮ দিন) ১৫তম ওভারে ফখর জামানকে ক্যাচ বানান ফার্স্ট স্লিপে। ২১তম ওভারে ইমাম-উল-হককে নিজের বলেই ধরে ফেলেন দুর্দান্ত দক্ষতায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার লর্ডসে টস জিতে শুরু ব্যাট হাতে নেমে পাকিস্তান ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২১৩ রান। বাবর আজম ৬২ ও হারিস সোহেল ৩৭ রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর