ম্যাচ শেষে মাশরাফির বিশ্লেষণ

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে | 2023-08-31 01:22:07

'এই ম্যাচটাও আমাদের হতে পারত' এমন আরেকটি আফসোস অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার গলায়। অস্ট্রেলিয়া এমন দল, যারা খেলার মাঠে খুব বেশি সুযোগ দেয় না। যে সামান্য সুযোগ আসে সেটা কাজে লাগাতে হয়। নইলে আফসোস আরও বাড়ে। অস্ট্রেলিয়ার ৩৮১ রানের জবাবে ৩৩৩ রান তোলা ম্যাচ বিশ্লেষণ করতে বসে মাশরাফি সেই দুঃখেই কাতর।

অধিনায়ক বললেন, 'আসলে এটা এমন উইকেট ছিল, উভয় দলই এখানে আগে ব্যাট করতে চাইবে। তারপরও আমরা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এমন উইকেটে হাফ চান্সগুলোকেই কাজে লাগাতে হয়। নইলে পস্তাতে হয়। আমরা ভালোই জানতাম শুরুতে উইকেট তুলতে না পারলে ওদের যে ব্যাটিং লাইন আপ সেটা দিয়ে পরের দিকে ব্যাট হাতে ঝড় তুলবে। আমার মতে উইকেট নিতে পারায় আমরা ওদের ব্যাটিংয়ের সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারিনি।'

ওয়ার্নারের ক্যাচ মিস। শুরুতে রান আউট মিস। মাঝে কোনো উইকেট নিতে পারা। শেষের খরুচে বোলিং-৪৮ রানে হারা ম্যাচের টার্নিং পয়েন্ট এমন অনেককিছু, 'এই ধরনের ম্যাচে যেকোনো কিছু হতে পারে। ডেভিড ওয়ার্নারকে আউটের প্রথম সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। তারপর সে যখন সেঞ্চুরি করল, সেখানেও তাকে থামাতে পারিনি। একশ থেকে আবার যে একশ পঞ্চাশের বেশি করে ফেলল! শেষের বোলিংটা আমাদের মোটেও ভালো কিছু হয়নি। শেষ ছয় ওভারে আমাদের খরচ হয়েছে একশর বেশি রান! ওই সময়ের বোলিং আমাদের ম্যাচ থেকে অনেক দূরে নিয়ে গেছে।'

পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় দুটি। তিনটি হার। একটি বৃষ্টিতে নষ্ট। বাকি আছে আরও তিন ম্যাচ। সেই তিন ম্যাচে যদি বাংলাদেশ জিতেও তবু নিশ্চিত নয় শেষ চারে পৌঁছানো। অন্য দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। এমন কঠিন পরিস্থিতিতে সেমিফাইনালের সম্ভাবনা প্রসঙ্গে মাশরাফি জানালেন, 'এখনো যেকোনো কিছু হতে পারে। এখনই আমাদের বাদ দিয়ে দেয়ার কিছু নেই। আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। সেই তিনটি ম্যাচে কঠিন ক্রিকেট খেলতে হবে। জানি সামনের পথটা কঠিন। বাকি তিন ম্যাচ আমরা জিতলেও যে সেমিতে খেলব তার কোনো নিশ্চয়তা নেই। অন্য দলের ফলাফলের দিকেও তখন তাকিয়ে থাকতে হবে। এখন আমাদের সামনে একটাই কাজ, বাকি তিন ম্যাচে ভালো ক্রিকেট খেলা। নিজেদের অবস্থানকে নিজেদের মতো করে রাখা।'

মূলত এই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েই বাংলাদেশে সম্ভাবনা শেষ করে দেয়। মাশরাফিও সেটা মানলেন, 'অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাই আমাদের কাজটা এই ম্যাচে কঠিন করে দেয়। ওয়ার্নার, ফিঞ্চ ও খাজা ওপরের দিকে দুর্দান্ত কায়দায় ব্যাট করে। শেষের দিকে এসে ম্যাক্সওয়েলও ভালো ব্যাটিং করে। ট্রেন্টব্রিজের এই উইকেটে রান আছে- সেটা আমরা জানতাম। তবে এখানে ৩২০ বা ৩৩০ রান তাড়া করা যায়। কিন্তু সেই টার্গেট ৩৭০/৮০ হয়ে গেলো তখন সেটা অবশ্যই অনেক কঠিন।'

এ সম্পর্কিত আরও খবর