কঠিন, তবে অসম্ভব না-লড়বে দল; প্রতিজ্ঞা মাশরাফির

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে | 2023-08-31 06:03:50

একজন সাংবাদিক মনে করিয়ে দিলেন শেষবারের মতো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো বাংলাদেশ ১৪ বছর আগে। মাঝের সময়টায় আর হারাতে পারেনি। ২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে  ম্যাচটা বৃষ্টিতে পন্ড হয়ে গিয়েছিলো। আরেকটি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ২০ জুন, বৃহস্পতিবারের ম্যাচে।

-এবার?

মাশরাফি হাসলেন। ১৪ বছর আগে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ দিলেন-‘আমি নিজেও ছিলাম সেই ম্যাচে। ইংল্যান্ডের মাটিতেই (কার্ডিফে) হয়েছিলো সেই ম্যাচ। সেই ম্যাচ জিতে আমরা জানাতে পেরেছিলাম বিশ্বের যে কোনো দলকেই আমরা হারাতে পারি। বিশ্বকাপে আরেকবার তাদের মুখোমুখি হচ্ছি আমরা। অস্ট্রেলিয়া বেশ ভালো ক্রিকেট খেলছে এই বিশ্বকাপে। আমরাও পেছনের ম্যাচটা বেশ ভালো খেলেছি। এই অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না। কঠিন হবে কাজটা। তবে আমি বলছি-তাদের হারানোটা অসম্ভব কিছু না। লড়বো আমরা। দেখা যাক!’

এই বিশ্বকাপটা এখন পর্যন্ত বাংলাদেশ দলের জন্য নাগর দোলার মতো। একবার উপরে। পরক্ষনেই নিচে। আবার সিঁড়ি বেয়ে উপরে উঠা। পাঁচ ম্যাচে দুই জয়। দুই হার। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল। প্রথম ম্যাচে জয়। পরের দুটি হার। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে বাতিল। পঞ্চম ম্যাচে আবার জিতে স্বপ্ন রঙিন! শেষ চারের স্বপ্ন।

মাশরাফি দলের এই চড়াই-উতরাই সম্পর্কে জানালেন-‘শেষ ম্যাচটা আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কায়দায় জিতেছি, তাতে পুরো দল দারুণ উজ্জ্বীবিত। মাঠে ভাল পারফরমেন্স দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছে সবাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা যদি আমাদের ভালো যায় তাহলে এই টুর্নামেন্টে নিজেদের অবস্থানটা আরো শক্তিশালী হবে।’

 ট্রেন্টব্রিজের এই ম্যাচে অস্ট্রেলিয়া ফেবারিট, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের  ৩২১ রান তাড়া করে ম্যাচ জেতা বাংলাদেশ অনেক ক্রিকেট পন্ডিতের অনেক বিশ্লেষণ ও হিসেব বদলে দিয়েছে।

এই ম্যাচকে ঘিরেও অনেকে সহজ সমীকরণ কষছেন-অস্ট্রেলিয়ার জয়। কিন্তু বাংলাদেশ হলো এই বিশ্বকাপের সেই দল যারা বদলে দিতে জানে পুরানো এবং পুষে রাখা সব হিসেব।
২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই গল্পই তো শুরু করেছে বাংলাদেশ এবারের বিশ্বকাপে। অস্ট্রেলিয়াকে হারালে সেই রোমাঞ্চটা আরো শিহরণ জাগাবে!


এ সম্পর্কিত আরও খবর