সংগ্রহে রাখুন কোপা আমেরিকার সূচি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 14:00:06

বাংলাদেশ সময় শনিবার ভোর থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো মহাদেশীয় ফুটবল আসর কোপা আমেরিকা-২০১৯। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। ১২টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। যেখানে লাতিন দেশের বাইরে থেকে আছে কাতার ও জাপান।

তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। চলুন দেখে নেই এই টুর্নামেন্টের সূচি

গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং পেরু।
গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।
গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।

কোপা আমেরিকা সূচি

গ্রুপ পর্ব

তারিখ

সময়

গ্রুপ

ম্যাচ

ভেন্যু

১৫ জুন, শনিবার

সকাল সাড়ে ৬টা

ব্রাজিল-বলিভিয়া

সাও পাওলো

১৫ জুন, শনিবার

রাত ১টা

ভেনেজুয়েলা-পেরু

পোর্তো আলেগ্রে

১৬ জুন, রোববার

ভোর ৪টা

বি

আর্জেন্টিনা-কলম্বিয়া

সালভাদর

১৬ জুন, রোববার

রাত ১টা

বি

প্যারাগুয়ে-কাতার

রিও দে জেনেইরো

১৭ জুন, সোমবার

ভোর ৪টা

সি

উরুগুয়ে-একুয়েডর

বেলো হরিজন্তে

১৮ জুন, মঙ্গলবার

ভোর ৫টা

সি

জাপান-চিলি

সাও পাওলো

১৯ জুন, বুধবার

ভোর সাড়ে ৩টা

বলিভিয়া-পেরু

রিও দে জেনেইরো

১৯ জুন, বুধবার

সকাল সাড়ে ৬টা

ব্রাজিল-ভেনেজুয়েলা

সালভাদর

২০ জুন, বৃহস্পতিবার

ভোর সাড়ে ৩টা

বি

কলম্বিয়া-কাতার

সাও পাওলো

২০ জুন, বৃহস্পতিবার

সকাল সাড়ে ৬টা

বি

আর্জেন্টিনা-প্যারাগুয়ে

বেলো হরিজন্তে

২১ জুন, শুক্রবার

ভোর ৫টা

সি

উরুগুয়ে-জাপান

পোর্তো আলেগ্রে

২২ জুন, শনিবার

ভোর ৫টা

সি

একুয়েডর-চিলি

সালভাদর

২২ জুন, শনিবার

রাত ১টা

পেরু-ব্রাজিল

সাও পাওলো

২২ জুন, শনিবার

রাত ১টা

বলিভিয়া-ভেনেজুয়েলা

বেলো হরিজন্তে

২৩ জুন, রোববার

রাত ১টা

বি

কাতার-আর্জেন্টিনা

পোর্তো আলেগ্রে

২৩ জুন, রোববার

রাত ১টা

বি

কলম্বিয়া-প্যারাগুয়ে

সালভাদর

২৫ জুন, মঙ্গলবার

ভোর ৫টা

সি

চিলি-উরুগুয়ে

রিও দে জেনেইরো

২৫ জুন, মঙ্গলবার

ভোর ৫টা

সি

একুয়েডর-জাপান

বেলো হরিজন্তে

 

কোয়ার্টার-ফাইনাল

২৮ জুন, শুক্রবার

সকাল সাড়ে ৬টা

গ্রুপ এ জয়ী-বি/সি গ্রুপের তৃতীয় দল(ম্যাচ ১৯)

পোর্তো আলেগ্রে

২৮ জুন, শুক্রবার

রাত ১টা

গ্রুপ এ রানার্সআপ-গ্রুপ বি রানার্সআপ(ম্যাচ ২১)

রিও দে জেনেইরো

২৯ জুন, শনিবার

ভোর ৫টা

গ্রুপ বি জয়ী-গ্রুপ সি রানার্সআপ (ম্যাচ ২০)

সাও পাওলো

২৯ জুন, শনিবার

রাত ১টা

গ্রুপ সি জয়ী-এ/বি গ্রুপের তৃতীয় দল(ম্যাচ ২২)

সালভাদর

 

সেমি-ফাইনাল

৩ জুলাই, বুধবার

সকাল সাড়ে ৬টা

ম্যাচ ১৯ জয়ী-ম্যাচ ২১ জয়ী

বেলো হরিজন্তে

৪ জুলাই, বৃহস্পতিবার

সকাল সাড়ে ৬টা

ম্যাচ ২০ জয়ী-ম্যাচ ২২ জয়ী

পোর্তো আলেগ্রে

 

তৃতীয় স্থান নির্ধারণী

৬ জুলাই, শনিবার

রাত ১টা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

সাও পাওলো

 

ফাইনাল

৭ জুলাই, রোববার

রাত ২টা

ফাইনাল

রিও দে জেনেইরো



(বাংলাদেশ সময় অনুযায়ী)

এ সম্পর্কিত আরও খবর