ভারতকে হারানোর টিপস দিলেন ওয়াকার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 07:22:09

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা নিতে হবে পাকিস্তানকে। একটু আগে ভাগেই ফেলে দিতে হবে উইকেট। তাহলে কেবল বিশ্বকাপে ভারতকে হারানো সম্ভব। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরে এখনো পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। দুর্ভাগ্যটা ঝেড়ে ফেলার পথ সহজ করতে পাকিস্তানকে এমন পরামর্শই দিলেন ক্রিকেট লিজেন্ড ওয়াকার ইউনিস।

চির বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের বিশ্বকাপ দ্বৈরথ মাঠে গড়াচ্ছে রোববার। ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চকর এক ম্যাচই উপহার দিতে প্রস্তুত দু'দল।

আইসিসির কলামে প্রিয় দলকে তাদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার আর্জি জানিয়েছেন ওয়াকার, ‘এটা একদম সহজ ব্যাপার। বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে চায়, তাহলে ময়দানের লড়াইয়ে তাদেরকে এ প্লাস পারফরম্যান্সই দিতে হবে। তবেই কেবল জয় ছিনিয়ে নেওয়া সম্ভব।’

ভারত-পাকিস্তানের আসন্ন ম্যাচ দুদলের এযাবত কালের সব চেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকার, ‘ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা সব সময়ই বড় ম্যাচ। তবে রোববারের ম্যাচ যে কোনো সময়ের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপে পাকিস্তান যে কখনোই ভারতকে হারাতে পারেনি। ভারতের এ রেকর্ডে নজর দিতে নারাজ ওয়াকার। তিনি বরং ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ইতিহাস থেকে দলকে অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ দিয়েছেন। যেখানে ফাইনালে ভারতকে হারিয়ে ছিল পাকিস্তান, ‘কয়েক বছর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে পাকিস্তান কী করে ছিল সেটাই ভাবা উচিত সরফরাজ আহমেদদের। অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামতে হবে তাদের।’

ভারতের প্রশংসা করতেও ভুলেননি সাবেক এ তারকা পেসার, ‘ভারতের বিপক্ষে এটাই সব চেয়ে সেরা ম্যাচ পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত দেখিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী দল।’

পাকিস্তানের সাবেক কোচের মতে, ম্যাচের সুযোগ কাজে লাগাতে চাইলে শুরুতেই উইকেট ফেলে দিতে হবে পাকিস্তানকে, ‘এ বিশ্বকাপে যা দেখেছি, আপনি যদি শুরুতে উইকেট ফেলতে না পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। নতুন বল খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী জুটি প্রথম দশ ওভারে খুব সতর্ক থাকে।’

এ সম্পর্কিত আরও খবর