টসে হাসিমুখ কোহলির, ব্যাটিংয়ে ভারত

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-26 05:58:19

বিশ্বকাপে টানা দুই জয়ে দারুণ ছন্দে অস্ট্রেলিয়া। কম যাচ্ছে না ভারতও। নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি এই দুই পরাশক্তি। উত্তেজনা ছড়ানো এই ম্যাচে রোববার টস ভাগ্য থাকল বিরাট কোহলির পক্ষে।

ভারত অধিনায়ক শুরুতেই ব্যাট হাতে নিয়েছেন। বোলিংয়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পিচের চরিত্র বুঝে নিয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই যৌক্তিক মনে করেছেন কোহলি।

আগের ম্যাচের জয়ী দলটা নিয়েই নেমেছে ভারত। একইভাবে অস্ট্রেলিয়াও তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।

বিশ্বকাপে এ পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ১১ বার। ৮ বার জিতেছে অস্ট্রেলিয়া, ভারত ৩ বার। লড়াইটা একপেশে পরিসংখ্যানই জানিয়ে দিচ্ছে।

অস্ট্রেলিয়ান একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ভারতীয় একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল।

এ সম্পর্কিত আরও খবর