ছন্দে দুই ফেভারিট বসুন্ধরা-আবাহনী

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-30 07:52:34

একই দিনে অনায়াস জয় তুলে নিয়েছে দুই ফেভারিট বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবার নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বসুন্ধরা। আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী।

এই সাফল্যে শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল বসুন্ধরা। লিগের নবাগত দলটির অর্জন ১৫ ম্যাচে ১৪ জয়ে ৪৩ পয়েন্ট। সমান ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে এরপরই আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।

এদিন নোয়াখালীর শহীদ ‍ভুলু স্টেডিয়ামে সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরো ব্যবধানেই জিততে পারতো বসুন্ধরা কিংস। তারপরও ধরা দিয়েছে অনায়াস জয়। প্রথম গোলটি পেতে অবশ্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৪০তম মিনিট। দেনিয়েল কলিনদ্রেস সোলেরা গড়ে দেন ব্যবধান। এরপর ৪৪ মিনিটে দ্বিগুণ করেন বখতিয়ার দুইশবেকভ।

যদিও দ্বিতীয়ার্ধের আট মিনিটে খেলায় উত্তেজনা ফিরিয়ে আনে নোফেল। ইসমাইল বাঙ্গুরার গোলে জমে উঠে লড়াই। যদিও ৭৫তম মিনিটে সেই উত্তেজনায় জল ঢেলে দেন বসুন্ধরা কিংসে মার্কোস দি সিলভা (৩-১)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে হেসে-খেলে জিতেছে আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে অবশ্য প্রথমে লিড নেয় মুক্তিযোদ্ধা। ১৫তম মিনিটে বালো ফামুসা গোলে এগিয়ে যায় তারা। এরপরের সময়টুকু শুধুই আবাহনীর।

খেলার ২৭তম মিনিটে মামুনুল ইসলামের ফ্রি-কিকে সমতা ফেরান দলের হাইতিয়ান ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট। তিন মিনিট পরই নাবীব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় আবাহনী। এরপর ৬৪তম মিনিটে দলকে আরো এগিয়ে দেন ফর্মে ফেরা মামুনুল। ধানমন্ডির ক্লাবটির হয়ে চতুর্থ গোলটি করেন সানডে চিজোবা।

এ সম্পর্কিত আরও খবর