বিশ্বকাপ বাছাইয়ে কঠিন প্রতিপক্ষের সামনে মেয়েরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-31 08:40:24

কঠিন গ্রুপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে শক্তিশালী তিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হচ্ছে মেয়েদের। খেলতে হবে অস্ট্রেলিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ড্র। এই আসরই ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এশিয়ার বাছাই পর্ব।

যেখানে ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন ও ভিয়েতনাম।

২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। বাছাইয়ে না টিকলেও স্বাগতিক হিসেবে ভারতের মেয়েরা খেলবে চূড়ান্ত পর্বে।

এর আগে ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। সেখানে দুই সেরা দল পাবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট। এই লড়াইয়ে এবার সামিল বাংলাদেশের মেয়েরাও। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে অসাধারণ খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর