ফাহাদকে হতাশ করে চ্যাম্পিয়ন ইভান

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 18:34:52

একটানা রাজত্ব করলেও শেষ প্রান্ত এসে পথ হারালেন মোহাম্মদ ফাহাদ রহমান। এ সুযোগে বাজিমাত ইয়াসীর আলী খান ইভানের। ফাহাদকে হতাশ করে ওয়ালটন জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন লার্নিং চেস একাডেমির এই দাবাড়ু। বুধবার দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত অষ্টম ও শেষ রাউন্ডের খেলায় ইভান হারিয়ে দেন ফিদে মাস্টার ফাহাদকে।

জুনিয়র দাবার বালিকা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। এক রাউন্ড আগেই অবশ্য শিরোপা জয় নিশ্চিত হয়েছিল এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ক্যান্ডিডেট মাস্টারের।

শেষ রাউন্ডে এসে বাজিমাত করলেন ইভান। ৮ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে জিতলেন উন্মুক্ত বিভাগের শিরোপা। সমান পয়েন্ট পেয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির স্বর্নাভো চৌধুরী রানার-আপ আর পিরোজপুরের ফিদে মাস্টার ফাহাদ তৃতীয়।

ইভান, স্বর্নাভো ও ফাহাদের অর্জিত পয়েন্ট সমান হলে টাইব্রেকিং পদ্ধতিতে নিস্পত্তি হয়। পরস্পরের খেলার ফলাফলে এগিয়ে থেকে ইভান জিতে নেন শিরোপা।

প্রতিযোগিতায় ৬ পয়েন্ট করে নিয়ে ময়মনসিংহের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সাদনান হাসান দিহান পঞ্চম আর মাহিন আহমেদ শুভ হয়েছে ষষ্ঠ। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে একাদশ স্থানে আছেন সাজিদুল হক, নাফিম আল করীম, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোঃ রাজীব হাসান।

বালিকা বিভাগে নোশিন ৮ খেলায় পেয়েছেন পূর্ণ ৮ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ালিজা আহমেদ হয়েছেন রানার-আপ। পাঁচ পয়েন্ট করে নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু তৃতীয়, কাজী জারিন তাসনিম চতুর্থ, জান্নাতুল ফেরদৌস পঞ্চম স্থান পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের জুনিয়র দাবার উন্মুক্ত বিভাগে ঢাকা ও ২৫টি জেলার ৬৪ জন ও বালিকা বিভাগে ২৪ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর