জয়ে চোখ রেখেই নামবে মেয়েরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 15:22:03

এবার ফাইনালে উঠার লড়াই! মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। তাদের হারাতে পারলেই দল পেয়ে যাবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনালের টিকিট। দুই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে পা রেখেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমি-ফাইনালে লড়বে বাংলাদেশ-মঙ্গোলিয়া। এরইমধ্যে প্রথম সেমিতে সোমবার কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে লাওসের মেয়েরা। 

যদিও এই ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা পাচ্ছে না দলের দুই ইনফর্ম স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্নাকে। তাই বলে চিন্তিত নয় টিম ম্যানেজম্যান্ট। তহুরা খাতুন ও সাজেদা খাতুন সেই অভাবটা পূরণ করবেন বলে বিশ্বাস কোচ গোলাম রব্বানী ছোটনের।

বাংলাদেশ নারী দলের কোচ জানাচ্ছিলেন, ‘দেখুন, সাজেদা, তহুরা বেশ ভাল ফুটবলার। মঙ্গলবার তাদের মাঠে নামানোর সম্ভাবনা আছে। মেয়েরা নিজেদের দায়িত্ব নিয়ে সজাগ। আমরা নিজেদের খেলাটাই খেলব। গত দুই ম্যাচে যে ভুল হয়েছে তা সংশোধনের চেষ্টা করবো। এই ম্যাচে বড় ব্যবধানে জেতা সম্ভব।’

তার মানে শুধু জয়ই নয়, এবার গোল উৎসব করতে চায় মেয়েরা। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের প্রথম দুই ম্যাচে গোল মিসের মহড়া দিয়েছে দল। মঙ্গোলিয়ার বিপক্ষে লড়াইয়ের আগে কোচ ছোটন জানালেন, ‘ওরা আমাদের জন্য অচেনা প্রতিপক্ষ। তাদের বিপক্ষে আগে খেলিনি। এ কারণেই তেমন ধারণা নেই। মঙ্গোলিয়ার গ্রুপপর্বের দুটি টিভিতে দেখেছিলাম। কিরগিজস্তানের মতো মঙ্গোলিয়াও শারীরিক সুবিধা নিয়ে খেলার চেষ্টা করবে। বুঝে-শুনেই লড়বো আমরা।’

জয়ের স্বপ্ন দেখছে মঙ্গোলিয়াও। অতিথি দলের কোচ কাওয়োতো নাকামোতো জানাচ্ছিলেন, ‘অবশ্যই আক্রমণে বাংলাদেশ বেশ শক্তিশালী। কিন্তু ৯০ মিনিটে আমরাও সুযোগ পাব। আমাদেরও জয়ের সুযোগ আছে। শুধু সুযোগগুলো কাজে লাগাতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর