শিরোপার পথে ম্যানসিটি; ম্যানইউকে আটকে দিল চেলসি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 08:32:32

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে রোববার জয় নিয়ে মাঠ ছেড়েছে ফেভারিটরা। এই জয়ে লিভারপুলকে পেছনে ফেলে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সিটি।

প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। শেষ দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেই  ট্রফি জয় নিশ্চিত হবে সিটির। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা দলটির চোখ শিরোপাতেই!

বার্নলির মাঠে দাপুটে ফুটবল খেললেও ফিনিশিং ছিল না ম্যানসিটির। প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে প্রবেশ করেই এলোমেলো ফুটবল খেলে গেছে ফেভারিটরা। এরমধ্যে ৬৩তম মিনিটে এসে সার্জিও আগুয়েরোর গোলে স্বস্তি পায় সিটি। সতীর্থ বের্নার্দো সিলভার ক্রসে বল পেয়ে ব্যবধান গড়ে দেন এই আর্জেন্টাইন। এবারের প্রিমিয়ার লিগে এটি অ্যাগুয়েরোর ২০ নম্বর গোল। টানা পাঁচ মৌসুম ২০ গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। এর আগে থিয়েরি অঁরি গড়েন এই রেকর্ড।

এই জয়ে ৩৬ ম্যাচে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির অর্জন ৯২ পয়েন্ট। ৯১ পয়েন্ট নিয়ে এরপরই লিভারপুল।

ম্যানইউ ১ : চেলসি ১

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে এই লড়াই। নিজেদের মাঠে পয়েন্ট হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা কঠিন হয়ে গেল ম্যানইউর। লিগের দুই ম্যাচ যখন বাকী তখন তাদের অর্জন ৬৫ পয়েন্ট। ষষ্ঠ স্থানে আছে রেড ডেভিলরা। শীর্ষচার দলই সরাসরি পায় চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।
এই সমীকরণে এক পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে চেলসি। ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

এদিন অবশ্য খেলার ১১তম এগিয়ে যায় ম্যানইউ। গোলদাতা হুয়ান মাতা। এরপর ৪৩তম মিনিটে চেলসিকে ম্যাচে ফেরান আলোনসো। শেষ অব্দি এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দুই দল।

অন্যদিকে লেস্টার সিটির বিপক্ষে ০-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে শঙ্কায় পড়ল আর্সেনাল। এনিয়ে টানা তিন ম্যাচে হারল তারা। ৩৬ ম্যাচে গানারদের পয়েন্ট ৬৬ পয়েন্ট। লিগে পঞ্চম স্থানে আছে দলটি।

এ সম্পর্কিত আরও খবর