টানা অষ্টম সিরি-এ ট্রফি জুভেন্টাসের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 08:49:04

ইতালিয়ান সিরি-এ জয়টাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছে জুভেন্টাস। আরো একটা লিগ শিরোপা জিতল তুরিনোর ওল্ড লেডি খ্যাত ক্লাবটি। শনিবার ফিওরেন্টিনাকে হারিয়ে টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন জুভরা। নিজেদের মাঠে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জয়ের আনন্দে মাতেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ধাক্কা সামলে এদিন হাসি মুখে মাঠ ছাড়ে জুভেন্টাসের ফুটবলাররা।

শিরোপার সুবাস নিয়েই মাঠে নেমেছিল জুভরা। জয়ের লক্ষ্য নিয়ে নামা দলটি অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে। খেলার ৬ মিনিটের মাথায় ফেদেরিকো চিয়েজার শট ঠিকঠাক সামাল দিতে পারেন নি গোলকিপার ভয়চেখ স্ট্যাসনি। সেই সুযোগে বল জুভেন্টাসের পোস্টে পাঠিয়ে দেন ফিওরেন্টিনার ডিফেন্ডার নিকোলা মিলেঙ্কোভিচ।

এরপর ৩৪তম মিনিটে আরো পিছিয়ে যাচ্ছিল তারা। কিন্তু চিয়েজার শট পোষ্টে লেগে ফিরে আসে। খেলার ৩৭তম মিনিটে এসে সমতা ফেরায় জুভরা। সতীর্থ মিরালেম পিয়ানিচের ভাসানো কর্নারে দুর্দান্ত হেড ডিফেন্ডার আলেক্স সান্দ্রোের (১-১)।

এরপর ৫৩ মিনিটে জয়সূচক গোলটি পায় জুভেন্টাস। রোনালদোর শট থেকে যাওয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডার হের্মান পেসইয়ার পায়ে লেগে চলে যায় ফিওরেন্টিনার পোষ্টে (২-১)। এই ব্যবধান ধরে রেখেই মাঠে ছাড়ে তুরিনোর ক্লাবটি।

এই জয়ে অনন্য রেকর্ড গড়লেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও সিরি এ ট্রফি জিতলেন এই পর্তুগিজ মহাতারকা।

৩৩ ম্যাচে জুভদের অর্জন ৮৭ পয়েন্ট। ২০ পয়েন্ট কম নিয়ে এরপরই আছে নাপোলি। লড়াইটা একেবারেই একপেশে ছিল। পয়েন্ট টেবিল তেমনই জানাচ্ছে। ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা জেতে জুভেন্টাস।

এনিয়ে মোট ৩৫টি সিরি এ শিরোপা জিতলো জুভরা। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বার করে চ্যাম্পিয়ন হয়ে এরপরই আছে এসি মিলান ও ইন্টার মিলান।

এ সম্পর্কিত আরও খবর