যেভাবে পাল্টে গেলেন ওয়ার্নার

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-24 11:45:48

তার লাইফস্টাইল প্রশ্ন ছিল অনেকেরই। ব্যাটিংয়ের মতোই ডেভিড ওয়ার্নারের যাপিত জীবন ছিল বেপোরোয়া! কিন্তু এখন একেবারেই পাল্টে গেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। বল টেম্পারিং কেলেঙ্কারির পর এক বছরের নিষেধাজ্ঞা বদলে দিয়েছে তাকে।

মাঠের ক্রিকেটের দাপট আগের মতোই কিন্তু মাঠের বাইরে শুধরে নিয়েছেন নিজেকে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দারুণ দাপট ওয়ার্নারের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আট ম্যাচে তুলেছেন ৪৫০ রান। ১৪৫.১৬ স্ট্রাইক রেটে গড় ৭৫.০০।

নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা গিয়েছিল ওয়ার্নারকে। সিলেট সিক্সার্সের হয়ে অবশ্য খেলতে গিয়ে চোট নিয়ে ফিরে যান অস্ট্রেলিয়ায়। সেই ধাক্কা সামলে দারুণ দাপট তার। ফর্ম ঠিক রেখে কিভাবে পাল্টে গেলেন ওয়ার্নার? এই প্রশ্নটা যখন ঘুরপাক খাচ্ছিল তখন মুখ খুললেন তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। জানালেন, ‘নিষেধাজ্ঞার সময়টা সত্যিই কঠিন ছিল। মনে হচ্ছিল আমরা দমবন্ধ হয়ে মারা যাবো। কোন কিছুই স্বাভাবিক ছিল না। তবে তখনই ওয়ার্নার নিজেকে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা জানতাম, ফের সুদিন আসবেই।’

দক্ষিণ আফ্রিকা থেকে বল টেম্পারিংয়ের সেই কলঙ্ক মাথায় নিয়ে ফিরতেই ওয়ার্নারের পাশে ছিল তার পরিবার। ক্যান্ডিস বলছিলেন, ‘আমি ও আমাদের দুই কন্যার লক্ষ্য ছিল একটাই- ও যেন ভেঙে না পড়ে। সব সময় আমরা ওকে সাহস দিয়েছি। ভাবতেই ভাল লাগছে ডেভিড আবারো স্বাভাবিক জীবনে ফিরেছে। এক বছরের নির্বাসন ওকে পুরোপুরি পাল্টে দিয়েছে।’

পরিবারের সমর্থন পেয়ে শেষ অব্দি মাঠেও নিজের খুনে মেজাজ ফিরে পেয়েছেন ওয়ার্নার। সঙ্গে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। ৩০ মে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপের আগে ছন্দে আছে তার ব্যাট। অতীত ভুলে সামনে চোখ এক সময়ের বিতর্কিত এই ক্রিকেটারের। বিশ্বকাপেও এই ওয়ার্নারকেই চাইছেন ক্যান্ডিস।

ওয়ার্নারের স্ত্রী জানালেন, ‘যতো বাজে পরিস্থিতিই আসুক আমরা ওর পাশে থাকবো। তবে এখন অতীত নয়, সামনে চোখ আমাদের। আশা করছি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে এভাবেই আক্রমণাত্মক ক্রিকেট খেলবে ও। আর দেশকে এনে দেবে ট্রফি।’

এ সম্পর্কিত আরও খবর