এই হারকে যে কারণে লজ্জা বলছেন আবাহনী কোচ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 11:41:15

খেলায় হারজিত থাকবেই। সেটা মেনে নিয়েই খেলতে হয়। একটা দল তো আর সব ম্যাচ জিতবে না। কিন্তু তাই বলে দল পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারবে না কেন? তাও আবার আবাহনীর মতো চ্যাম্পিয়ন দল! যাদের ব্যাটিং শক্তি যখন যে কোন দলকে চ্যালেঞ্জ জানানোর মতোই।

রূপগঞ্জের কাছে ৬ উইকেটের হারের কারণ ব্যাখায় আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনকে দলের এই ব্যর্থতাই সবচেয়ে বেশি দুঃখ দিচ্ছে। আগের দিনের বৃষ্টিভেজা উইকেটে টস একটা বড় ফ্যাক্টর হতে পারে জানাই ছিলো। এই উইকেটে কোন দলই আগে ব্যাট করতে চাইবে না। তাই বলে টসে হার মানেই ম্যাচ জয়-এমন গ্যারান্টিও ছিলো না এই উইকেটে। পুরো ম্যাচে আবাহনীর ব্যাটিংয়ের কোনকিছুই সঠিক হয়নি।

গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারানোর পর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন বলছিলেন-‘ টসে হারটা তো অবশ্যই ভাইটাল হয়েছে। তবে আমাদের ব্যাটিং অ্যাপ্লিকেশন মোটেও মানসম্মত কিছু হয়নি। আবাহনী যেই রকম ব্যাটিং সাইড,  সেই হিসেবে আমাদের ব্যাটিং আরও ভালো হওয়া উচিত ছিল। আমরা হয়তো এই ম্যাচে ২৮০ রানও করতে পারতাম। ২২০-২৩০ হলেও ফাইট করা যেত। সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো, এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারা। আজ আমরা ২৪০ করেও হারতে পারতাম, ক্রিকেট খেলায় হারতেই পারি। কিন্তু আমরা ৫০ ওভার ব্যাটও করতে পারিনি, এটা আমাদের জন্য বড় লজ্জা ও দুঃখের বিষয়।’

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবাহনী রুবেল হোসেনকে কেন একাদশে রাখেনি। মাহমুদ জানালেন-‘ইনজুরি না অন্য কোন সমস্যা নেই। দলের সবাই ফিট আছে। রুবেলকে আবাহনীকে এক সপ্তাহের বিশ্রামে রেখেছে। সুপার লীগে সবাইকে পাচ্ছে আবাহনী।’

এ সম্পর্কিত আরও খবর