মিরপুরে ক্রিকেট দেখবেন ব্রিটেনের প্রতিমন্ত্রী

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-25 19:21:15

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে ঢাকা ক্রিকেট প্রিমিয়ার লিগের আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। পয়েন্ট তালিকায় এই দুটো দলই এখন শীর্ষে। এই ম্যাচের আনন্দ উপভোগ করতে এদিন মাঠে আসছেন ব্রিটেনের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

রাজনীতিবিদ হলেও ক্রিকেট ভীষণ ভালোবাসেন মার্ক ফিল্ড। ব্রিটেনের এশিয়া ও প্রশান্ত বিষয়ক সরকার বিভাগে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন তিনি। বর্তমানে দুদিনের বাংলাদেশ সফরে রয়েছেন মার্ক ফিল্ড এমপি। সফরে ক্রিকেট দেখার সুযোগটাও কাজে লাগাতে চান তিনি।

গত ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ব্রিটেনের কোন মন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মার্ক ফিল্ডের সঙ্গে মাঠে বসে ক্রিকেট আনন্দ উপভোগ করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে বসছে এবারের বিশ্বকাপ ক্রিকেটের আসর। বাংলাদেশসহ আরও নয়টি দেশ এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ লড়বে কার্ডিফে, ৮ জুন। উল্লেখ্য পেছনের দুটি বিশ্বকাপে বাংলাদেশ দু’বারই ইংল্যান্ডকে হারিয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর