বর্ষসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 03:21:42

২০১৮ সালটা ব্যাট হাতে দুর্দান্ত কেটেছে মুশফিকুর রহিমের। ১৯টি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭৪৯ রান। সর্বোচ্চ ১৪৪। গড় ৫৩.৫০। আবার ৮ টেস্টে করেন ৪৯০ রান। সর্বোচ্চ ২১৯। গড় ৩৫.০০। সেই সাফল্যের স্বীকৃতিটা পেয়ে গেলেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন তিনি। ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন তপু বর্মণ।

দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শনিবার, ৬ এপ্রিল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০১৮ সালের সেরা ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হবে।

এবারের পুরস্কার বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায়ও আছেন মুশফিক। সম্মানজনক এই ক্যাটাগরিতে তার সঙ্গে আরো রয়েছেন- জাতীয় মহিলা দলের তারকা রুমানা আহমেদ ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন তামিম ইকবাল। এখানে তার সঙ্গে রয়েছেন রুমানা আহমেদ, মুশফিক ও আবদুল্লাহ হেল বাকী।

১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের সূচনা করে বিএসপিএ। তারই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে পুরস্কার অনুষ্ঠান।

১২টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

এক নজরে চলুন দেখে নেই কারা রয়েছেন পুরস্কারের তালিকায়-

বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৮ (মনোনীত)

মুশফিকুর রহিম (ক্রিকেটার, জাতীয় দল)
রুমানা আহমেদ (ক্রিকেটার, জাতীয় মহিলা দল)
আব্দুল্লাহ হেল বাকী (শ্যুটার, জাতীয় দল)

বর্ষসেরা ক্রিকেটার ২০১৮

মুশফিকুর রহীম

বর্ষসেরা ফুটবলার ২০১৮

তপু বর্মণ

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৮

রুমানা আহমেদ (ক্রিকেটার, জাতীয় মহিলা দল)
তামিম ইকবাল (ক্রিকেটার, জাতীয় দল)
মুশফিকুর রহিম (ক্রিকেটার, জাতীয় দল)
আব্দুল্লাহ হেল বাকী (শ্যুটার, জাতীয় দল)

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ২০১৮

শাপলা আক্তার

বর্ষসেরা শ্যুটার ২০১৮

আব্দুল্লাহ হেল বাকী

উদীয়মান ক্রীড়াবিদ ২০১৮

সিরাত জাহান স্বপ্না (ফুটবলার, জাতীয় মহিলা দল)
মেহেদী হাসান আলভী (টেনিস খেলোয়াড়, জাতীয় দল)

বর্ষসেরা কোচ ২০১৮

গোলাম রব্বানী ছোটন (কোচ, জাতীয় মহিলা দল)

তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০১৮

ফজলুল ইসলাম (হকি কোচ)
মনসুর আলী (সংগঠক)

বিশেষ সম্মাননা ২০১৮

নাজমুন নাহার বিউটি (সাবেক দ্রুততম মানবী)

বর্ষসেরা সংগঠক ২০১৮

নাজমুল হাসান পাপন (সভাপতি, এসিসি এবং বিসিবি)

বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০১৮

বসুন্ধরা গ্রুপ

এ সম্পর্কিত আরও খবর