ভারতের পর এবার পাকিস্তান

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 01:25:07

বিশ্বকাপের আগে সেই পুরনো ছন্দ ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। কিছুদিন আগেই ভারতের মাঠ থেকে জিতেছে ওয়ানডে সিরিজ। এবার পাকিস্তানকেও উড়িয়ে দিয়েছে অজিরা। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮০ রানে হারাল সফরকারীরা। আরব আমিরাতের পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনন্দে ভাসল অ্যারন ফিঞ্চের দল।

টানা দুটি সিরিজ জিতল অস্ট্রেলিয়া। বিস্ময়কর হলেও সত্য দুই বছরে মাত্র চারটি ওয়ানডে সিরিজ জেতা দলটাই দারুণ দক্ষতায় পথে ফিরলো। অথচ দলের দুই সেরা তারকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এখনো জায়গা পাননি একাদশে।

বুধবার আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে অস্ট্রেলিয়া করে ২৬৬ রান। জবাবে নেমে  ৪৪.৪ ওভারে ১৮৬ রানে অলআউট পাকিস্তান।

যদিও টস জিতে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় অজিরা। উসমান খাজাকে সাজঘরের পথ দেখিয়ে দেন পাকিস্তানের পেসার উসমান শিনওয়ারি। শন মার্শও ফিরে যান চটজলদি। এরপরই জুটি গড়েন পিটার হ্যান্ডসকম ও অ্যারন ফিঞ্চ। দলকে পথ দেখিয়ে দু'জন যোগ করেন ৮৪ রান। ৪৩ বলে ৪৭ করে সাজঘরের পথ ধরেন হ্যান্ডসকম।

মাকার্স স্টয়নিস ব্যর্থ হলেও গ্লেন ম্যাক্সওয়েল ঠিকই হাল ধরেন। এরমধ্যে ফিঞ্চ আক্ষেপ নিয়েই ধরেন সাজঘরের পথ। ১৩৬ বলে ৯০ রান করে ফেরেন অজি অধিনায়ক। ম্যাক্সওয়েল করেন ৫৫ বলে ৭১ রান। শেষের ঝড়েই বড় স্কোর পায় অস্ট্রেলিয়া।

জবাব দিতে নেমে আবুধাবির চেনা উইকেটে লড়তে পারেনি পাকিস্তান। শুরুতেই স্বাগতিকদের কোনঠাসা করে ফেলেন পেসার প্যাট কামিন্স। শান মাসুদ, হারিসের পর মোহাম্মদ রিজওয়ানও দ্রুত ফিরেন সাজঘরে। ৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৬ রান।

কিছুটা সময় লড়েছেন ইমাম-উল-হক। তবে সম্ভাবনা জাগিয়েও হতাশ করেন শোয়েব মালিক ও উমর আকমল। শেষদিকে ইমাদ ওয়াসিমের ৪৩ শুরু হারের ব্যবধানটাই কমিয়েছে।

৪৩ রানে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। আর ২৪ রানে ৩ উইকেট কামিন্সের। ম্যাচসেরা তিনিই।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৬/৬ (খাজা ০, ফিঞ্চ ৯০, মার্শ ১৪, হ্যান্ডসকম ৪৭, স্টয়নিস ১০, ম্যাক্সওয়েল ৭১, কেয়ারি ২৫*, কামিন্স ২*; উসমান ১/৩৭, জুনাইদ ১/৫৮, ইয়াসির ১/৪৭, ইমাদ ১/৩৪, হারিস ১/৩৫)।
পাকিস্তান: ৪৪.৪ ওভারে ১৮৬/১০ (ইমাম ৪৬, মাসুদ ২, হারিস ১, রিজওয়ান ০, মালিক ৩২, আকমল ৩৬, ইমাদ ৪৩, ইয়াসির ১০*, উসমান ০, জুনাইদ ৫; কামিন্স ৩/২৪, বেহরেনডর্ফ ১/২৯, লায়ন ১/৪১, ম্যাক্সওয়েল ১/২১, জ্যাম্পা ৪/৪৩)।
ফল: অস্ট্রেলিয়া ৮০ রানে জয়ী
ম্যাচসেরা: প্যাট কামিন্স

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ৩-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

এ সম্পর্কিত আরও খবর