চলেই গেলেন কিংবদন্তি গর্ডন ব্যাঙ্কস

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:58:06

সর্বকালের সেরা গোলকিপারের শীর্ষ তিনে তাকে রাখতেই হবে! ইংল্যান্ডের হয়ে জিতেছেন বিশ্বকাপ। আর ছয়বার হয়েছেন ফিফার বর্ষসেরা গোলকিপার। সেই কিংবদন্তিদেরও কিংবদন্তি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। বেঁচে থাকার লড়াই চলছিল, কিন্তু এবার থামলেন গর্ডন ব্যাঙ্কস। ৮১ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপের অন্যতম নায়ক তিনি। দেশের হয়ে খেলেছেন ৭৩টি ম্যাচ। ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম নেওয়া গর্ডন ব্যাঙ্কস অবসরে যান সেই ১৯৭৩ সালে। সেই লিজেন্ডের মৃত্যু সংবাদটা দিয়ে তার পরিবার বলেছে-‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি- গর্ডন আর আমাদের মাঝে নেই। তাকে হারিয়ে গভীরভাবে শোকাহত আমরা। তবে তাকে নিয়ে আমাদের অনেক আনন্দের স্মৃতি রয়েছে যা আমাদের খুবই গর্বিত করে।’

গোলপোস্টের নিচে তিনি ছিলেন আস্থার প্রতীক। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে পেলের হেড থেকে প্রায় নিশ্চিত গোল বিস্ময়কর দক্ষতায় আটকে দেন তিনি। আর ১৯৬৬-র বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিটি ম্যাচে খেলেন গর্ডন। ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের জয়ে তারও ছিল বড় ভূমিকা।

ক্লাব ফুটবলে ১৯৫৯ সালে লেস্টার সিটিতে যোগ দেন গর্ডন। আর ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক  ১৯৬৩ সালে, স্কটল্যান্ডের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর