পিছিয়ে পড়ল পাকিস্তান

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:24:00

মনে হচ্ছিল জয় দিয়েই টি-টুয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ১৯২ রানের জবাবে নেমে শুরুতে উইকেট হারালেও এরপরই উড়ন্ত এক জুটি পেয়েছিল সফরকারীরা। হোসাইন তালাত-বাবর আজম গড়েন ৮১ রানের জুটি। তারপরই পথ হারায় দল। মাঝে শোয়েব মালিক লড়ে গেছেন। সেই লড়াইয়ে ম্যাচটাতে রোমাঞ্চ ছড়ালেও জিততে পারেনি পাকিস্তান।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে ৬ রানের জয়ে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তুলে ১৯২ রান। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৮৬ রানে আটকে যায় পাকিস্তান। লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়ল সফরকারীরা।

শুক্রবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই বিদায় নেন জিহান ক্লোটি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ফাফ ডু প্লেসিস অার রিজা হেনড্রিকস গড়েন ১৩১ রানের জুটি।

প্লেসিস ৪৫ বলে ৭৮ রান করে উসমান শিনওয়ারির বলে ফিরে যান সাজঘরে। অধিনায়কের বিদায়ের পরও লড়ে গেছেন রিজা হেনড্রিকস। ৪১ বলে তুলেন ৭৪ রান। উসমান ৩১ রানে নেন ৩ উইকেট।

জবাবে নেমে শুরুতেই অবশ্য বিদায় নেন ফখর জামান। তারপরই বাবর আজম আর তালাত গড়েন ৮১ রানের জুটি। বাবর ৩৮, তালাত ৪০ রানে ফিরে গেলেই ভাঙ্গনের শুরু। তারপর একাই লড়লেন অধিনায়ক শোয়েব মালিক।

শেষ ওভারে জিততে ১৬ রান দরকার ছিল পাকিস্তানের। লড়েছিলেন মালিক। কিন্তু তীরে তরী নোঙর করতে পারলেন না! তিনি ফিরে যেতেই সব শেষ! ১৮৬ রানে আটকে যায় সফরকারীরা। শোয়েব ৩১ বলে করেন ৪৯।

ব্যাটে কিছুই করতে না পারলেও ম্যাচসেরা ডেভিড মিলার। আউটফিল্ডে দক্ষিণ আফ্রিকার নেন চারটি ক্যাচ। যা কীনা দেশটির হয়ে টি-টুয়েন্টিতে রেকর্ড। তার পুরস্কার হিসেবেই পেলেন ম্যাচসেরার পুরস্কার।

রোববার জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯২/৬ (রিজা হেনড্রিকস ৭৪, ক্লোটি ১৩, দু প্লেসি ৭৮, ফন ডার ডাসেন ০, মিলার ১০, মরিস ১, ক্লাসেন ৫*, ফেলুকওয়ায়ো ৫*; ওয়াসিম ১/২৩, হাসান ১/৩৪, আশরাফ ১/৩৬, উসমান ৩/৩১)
পাকিস্তান: ২০ ওভারে ১৮৬/৯ (ফখর ৪, বাবর ৩৮, তালাত ৪০, মালিক ৪৯, আসিফ ১৩, ওয়াসিম ৪, আশরাফ ৮, রিজওয়ান ২, হাসান ১১, শাদাব ৭*, উসমান ০*; বিউরান হেনড্রিকস ২/৪০, মরিস ২/৩৯, ফেলুকওয়ায়ো ১/২৭, শামসি ২/৩৩)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী
ম্যাচসেরা: ডেভিড মিলার

এ সম্পর্কিত আরও খবর