উড়ন্ত চিটাগংয়ের সামনে মাশরাফির রংপুর

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 18:12:08

সত্যিকার অর্থেই উড়ছে চিটাগং ভাইকিংস। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত ম্যাচ খেলে জিতেছে ৬টিতেই। মুশফিকুর রহিমের দল হিসাবের ছক উল্টে দিয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে। ষষ্ঠ আসরে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেই হোম গ্রাউন্ডে খেলবে চট্টগ্রাম।

আজ শুক্রবার রংপুরকে হারাতে পারলেই প্লে-অফে জায়গা নিশ্চিত হয়ে যাবে চিটাগংয়ের। আবার লড়াইয়ে টিকে থাকতে হলে চট্টগ্রামে জয় চাই রংপুরের। রাইডার্সের ধারাবাহিকতা নেই। এক ম্যাচ জিতে পরের ম্যাচেই পথ হারাচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল। পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে উত্তরবঙ্গের দলটি।

কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম পর্ব শুরু করবে মাশরাফির দল। স্বাগতিকদের বিপক্ষে জয়ের জন্য মরিয়া রংপুর। কারণ তারা ভাল করেই জানে একটা হার তাদের মিশনটা কঠিন করে দেবে।

বিপিএলে ছুটির দিনের আরেক ম্যাচে সিলেট সিক্সার্স লড়বে রাজশাহী কিংসের সঙ্গে। পয়েন্ট তালিকার তলানিতে আছে সিলেট। ৮ ম্যাচে জয় মাত্র দুটিতে। প্লে-অফে খেলার সম্ভাবনা শেষই বলা যায় তাদের। তবে ৮ ম্যাচে ৪ জয়ে লড়াইয়ে আছে রাজশাহী। মেহেদী হাসানের মিরাজের দল এই ম্যাচে জয় তুলে নিতে চায়।

বিপিএলে শুক্রবারের দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।

সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস
(শুরু দুপুর ২টা)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স
(শুরু সন্ধ্যা ৭টা)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

এ সম্পর্কিত আরও খবর