ধোনির ব্যাটে ইতিহাস গড়ল ভারত

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 07:51:16

জয় দিয়েই স্বপ্নের মতো এক সফর শেষ বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। এবার ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছে তারা। মেলবোর্নে মহেন্দ্র সিং ধোনির ব্যাটে লেখা হলো নতুন এক রূপকথা। ওয়ানডে সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

টেস্টের পর ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়ার মাটি থেকে কোনও সিরিজ না হেরে ফিরবে ভারতীয় দল।

ধোনির ব্যাটেই সেই ইতিহাস লেখা হলে। সিরিজের শেষ ম্যাচে শুক্রবার ২৩০ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতল সফরকারীরা। ভারতের কাছে প্রথমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারল অজিরা।

ধোনি সফল পুরো ওয়ানডে সিরিজেই। তিন ম্যাচেই হাফসেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ মাহি। অ্যাডিলেড ওভালের পর মেলবোর্নেও জয়ের অন্যতম নায়ক। সমালোচকদের মুখ বন্ধ করতে ব্যাট কথা বল তার। বুঝিয়ে দিলেন দু’টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফির মালিক ফুরিয়ে যাননি। সিরিজের সেরা হলেই তিনিই।

অসাধারণ ফিনিশার ধোনি ১১৪ বলে ৬ বাউন্ডারিতে খেলেন ৮৭ রানের হার না মানা ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইয়ুজবেন্দ্র চাহালের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। ২৩০ রানে শেষ স্বাগতিকদের ইনিংস। পিটার হ্যান্ডসকম্ব একা লড়ে তুললেন ৫৮ রান। উসমান খাজা ৩৪ ও শন মার্শ করেন ৩৯।

৬ উইকেট নিতে চাহাল ব্যয় করেন ৪২ রান। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি নেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে (১৫) হারায় ভারত। শেখর ধাওয়ান ফিরেন ২৩ রানে। এরপরই ধোনি খেলেছেন অসাধারণ এক ইনিংস। শুরুতে তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে গড়েন ৫৪ রানের জুটি। এরমধ্যে ৪৬ রান করে সাজঘরের পথ ধরেন কোহলি। অধিনায়ক বিদায় নিতেই হাল ধরেন ধোনি। সঙ্গে কেদর যাদবকে নিয়ে চতুর্থ উইকেটে ১২১ রান তুলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

১১৪ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন ধোনি। ৫৭ বলে ৭ চারে ৬১ রানে অপরাজিত কেদর যাদব। ফিনিশারের যেন পুনর্জন্ম হলো!

এ সম্পর্কিত আরও খবর