১১ বছর পর সেমির টিকিট পেল ডর্টমুন্ড

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-17 11:53:03

নিজ দেশের লিগ বুন্দেসলিগার শিরোপার দৌড় থেকে তারা ছিটকে গিয়েছিল আরও আগেই। তাই চলতি মৌসুমে বুরুশিয়া ডর্টমুন্ডের লক্ষ্য ছিল শুধুমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটির দিকেই। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারার পরও মনোবল ভাঙেনি তাদের। গতরাতে ঘরের মাঠে অ্যাতলেটিকোকে ৪-২ গোলে হারিয়ে দুই লেগের মোট হিসেবে সেমি ফাইনালে জায়গা নিশ্চিত করলো হলুদ-কালো জার্সীধারীরা।

ঘরের মাঠে বুরুশিয়া ডর্টমুন্ড বরাবরই দাপুটে। তাদের সমর্থকদের উত্তেজনা কিংবা স্টেডিয়ামের সার্বিক উন্মাদনা, সবকিছুই তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তাই তো নিজেদের সেরা খেলাটা দিয়ে দুই লেগ শেষে ৫-৪ গোলের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এ নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পৌঁছালো বুরুশিয়া ডর্টমুন্ড। এর আগে সবশেষ ২০১২-১৩ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের আমলে চ্যাম্পিয়নস লিগের সেমিতে জায়গা করে নিয়েছিল তারা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল ডর্টমুন্ডের। চ্যাম্পিয়নস লিগে রক্ষণের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে এভাবে ঘুরে দাঁড়ানো মোটেও সহজ ছিল না ডর্টমুন্ডের জন্য। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের নক-আউটে দ্বিতীয়বারের মতো ৪ গোল হজম করলো অ্যাতলেটিকো মাদ্রিদ। এর পূর্বে এক দশক আগে ২০১৪ সালে প্রথমবারের মতো তারা ৪ গোল খেয়েছিল আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে।

এ সম্পর্কিত আরও খবর