লিগ জয় এখনো অবিশ্বাস্য ঠেকছে তাদের কাছে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-15 12:55:33

মৌসুমের শুরুতে যে দলের লিগ জয়ের সম্ভাবনা ১ শতাংশেরও কম ছিল, সেই দলের হাতেই লিগ শিরোপা উঠেছে। এই অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছে জাবি আলোনসোর বায়ার লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো অপরাজিত তারা। অপরাজিত হিসেবেই লিগ শিরোপা ধরা দিয়েছে তাদের হাতে।

ক্লাবের ১১৯ বছরের ইতিহাসে প্রথমবার লিগ জয়। এমন অর্জন অবিশ্বাস্য ঠেকছে খোদ আলোনসো থেকে শুরু করে দলটির খেলোয়াড়দের। অভাবনীয় এই অর্জনের ব্যাপকতা বা তাৎপর্য বুঝতে ‘আরও কিছুটা সময় লাগবে’ বলে মনে করছেন তারা।

শিরোপা জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনন্দে বিহ্বল আলোনসো বললেন, ‘লিগ জয় মহা আনন্দের বিষয়, আমাদের এখন উপভোগ করতে হবে। সত্যি বলতে আমরা আসলে কী অর্জন করেছি, সেটা ঠিকঠাক বুঝে উঠতে আমাদের আরও কিছুটা সময় লাগবে।’

একই সুর ব্রেমেনের বিপক্ষে হ্যাটট্রিক করে লেভারকুজেনকে লিগ জেতানো ফ্লোরিয়ান ভাইর্টজের কণ্ঠেও, ‘ব্যক্তিগতভাবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা (লিগ জয়) হয়েছে। আমার পুরোপুরি ধাতস্থ হয়ে আমাদের অর্জনটা বুঝতে ড্রেসিং রুমে গিয়ে কিছুটা সময় কাটাতে হবে।’

গত মৌসুমে আর্সেনালের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন সুইস মিডফিল্ডার গ্রানিত শাকা। অল্পের জন্য গানারদের হয়ে লিগ শিরোপা হাতছাড়া হয়েছিল তার। গত গ্রীষ্মে লেভারকুজেনে যোগ দেয়া শাকা এবার পেয়েছেন লিগ শিরোপার স্বাদ। মৌসুমের শুরুতে কী এমন সাফল্যের কথা কল্পনাও করেছিলেন এই মিডফিল্ডার, ‘মৌসুমের শুরুতে এমন কিছুর (লিগ জয়) কথা আমাদের কল্পনায়ও ছিল না।’

এই ‘অবিশ্বাস’ স্থায়ী হবে না। অল্প সময়ের মধ্যেই আলোনসো-ভাইর্টজরা বুঝতে পারবেন, তারাই এখন জার্মানির রাজা। জার্মান ফুটবলের গতিপথ বদলে দেয়া কিংবদন্তিদের আসন এখন তাদের। সময় এখন উৎসবের, বাঁধভাঙা উচ্ছ্বাসের।

এ সম্পর্কিত আরও খবর