ব্যাটিং তাণ্ডবে শেফার্ডের অনন্য রেকর্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-08 19:18:49

আইপিএলে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে দলের হয়ে দুর্দান্ত এক ক্যামেও ইনিংস খেলেছেন রোমারিও শেফার্ড। তার ১০ বলে ৩৯ রানের তান্ডবেই বড় সংগ্রহ পেয়েছে মুম্বাই, যা পরে তাদের জয়ে ভূমিকা রেখেছে।

বিধ্বংসী এই ইনিংসের ম্যাচে শেফার্ড নিজের নামে করে নিয়েছেন অনন্য এক রেকর্ডও। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক এখন তিনিই।

এর আগে এতদিন ধরে এই রেকর্ডটির মালিক ছিলেন অজি তারকা পেসার প্যাট কামিন্স। ২০২২ সালের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৫ বলে ৫৬ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। সেদিন তার স্ট্রাইক রেট ছিল ৩৭৩.৩৩। ১০টি বা তার বেশি বল খেলা যেকোনো ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল সেটি।

এবার শেফার্ডের ১০ বলে ৩৯ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৩৯০। এতেই ক্যারিবিয় এই হার্ড-হিটার নিজের নামে করে নিয়েছেন এই বিরল রেকর্ড।

এ সম্পর্কিত আরও খবর