সম্মান পাননি সুজন, থাকতে চান না জাতীয় দলের সঙ্গে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-07 16:22:52

ভারত বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহরের একটি ছিল বাংলাদেশের। ছিলেন খালেদ মাহমুদ সুজনও। কাজ করেছেন টিম ডিরেক্টর হিসেবে। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ একটা বিশ্বকাপ কেটেছে বাংলাদেশের। যাকে ইতিহাসের অন্যতম বাজে বিশ্বকাপও মনে করেছেন অনেকে। আর সেই বিশ্বকাপ চলাকালীনই নিজের দায়িত্ব নিয়ে নাখোশ ছিলেন সুজন। প্রশ্ন রেখেছিলেন কেন তাকে পাঠানো?

ওয়ানডে বিশ্বকাপ শেষে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। সেখানেও কি থাকছেন সুজন? এমন প্রশ্নে সুজন সোজা জানিয়ে দিয়েছেন, তিনি সম্মান পাননি সবশেষ বিশ্বকাপে। থাকতে চান না জাতীয় দলের সঙ্গেও। যা নিয়ে মিরপুরে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন। জানিয়েছেন সবশেষ বিশ্বকাপে সম্মান না পাওয়ার কথা।

সুজন বলেন, ‘আমি এখন আর বাংলাদেশ ক্রিকেটের সমাধান নয়। বাংলাদেশের ভালো সমাধান আছে। আর আমি এটাতে আগ্রহীও না। আমি মনে করি আমি ভালো চাকরি করছি। শেষ বিশ্বকাপে যা করেছি আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওটা যায় না। হয়তোবা আমি এত বড় কোচ না তারপরও আমার সম্মান আছে। আর আমার মনে হয় সেই সম্মানটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। সুতরাং আমি ওটা করতেও চাই না আর কোনোদিনও।’

টিম ডিরেক্টরের পদে আবার ফিরবেন কিনা; এমন প্রশ্নে সুজন বলেন, ‘আমি ওসব পদে যেতে চাই না। আমি খুশি আমার জীবন নিয়ে। আমি আবাহনীর কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমীতে কাজ করি। আমার দেশের ক্রিকেটের উন্নতির জন্য যদি কোনো সাহায্য করতে হয় করব। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো আমি ডিজার্ভ করি না।’

এ সম্পর্কিত আরও খবর