অধিনায়ক শাহিনকে সময় দেওয়া উচিত ছিল: জাকা আশরাফ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-07 15:18:16

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তার জায়গায় টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। তার অধীনেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ শেষেই বাদ দেওয়া হয়েছে তাকে।

ফের নেতৃত্বে ফেরানো হয়েছে বাবরকে। আর এই কাজটা করেছেন দেশটির নতুন ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভী। যা ভালো লাগেনি শাহিনকে অধিনায়ক করা পুরনো বোর্ড প্রধান জাকা আশরাফের। তার মতে, শাহিনকে আরও কিছুটা সময় দেওয়া যেত।

শাহিনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে জাকা বলেন, ‘শাহীনকে আরও কিছু সময় দেওয়া উচিত ছিল, অন্তত এক বছর। যাতে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার পারফরম্যান্স বিশ্লেষণ করা যেতে পারে।’

জাকার অধীনেই নেতৃত্ব হারান বাবর আজম। কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল জাকা কথা বলেছেন সেটি নিয়েও। বলেন, ‘আমরা বাবরকে অধিনায়ক হিসেবে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি কারণ সে যদিও বিশ্বের সেরা ব্যাটসম্যান কিন্তু তখন সে অধিনায়ক হিসেবে চাপে ছিল। তাই আমরা তাকে শাহীনের সাথে প্রতিস্থাপন করেছি যাতে সে তার ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করতে পারে।’

বাবরকে সাদা পোশাকের দল থেকেই কেবল সরাতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাকা, ‘আমরা বাবরকে টেস্ট অধিনায়ক রাখতে চেয়েছিলাম কিন্তু তিনি সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন; এটা বাবরের নিজের সিদ্ধান্ত ছিল।’

এ সম্পর্কিত আরও খবর