আবাহনীর হতাশার দিনে গোল উৎসব বসুন্ধরার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-05 19:06:47

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নবম জয় তুলেছে বসুন্ধরা কিংস। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় তুলেছে গোল উৎসব করে। ম্যাচ জিতেছে ০-৫ গোলে। দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে শেষ মুহূর্তে কোনো রকমে মান বাঁচিয়েছে ঢাকা আবাহনী। একইদিন রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়নকে ০-২ গোলে হারিয়ে দিয়েছে রহমতগঞ্জ এমএফএস।

চট্টগ্রাম আবাহনীকে এদিন দাঁড়াতেই দেয়নি বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়ান ডরি। সেই গোলের পর টাইমআউট সিলিব্রেশনটাও সেরেছেন তিনি। এরপর অবশ্য সেই ব্যবধান বাড়াতে সময় নেয়নি কিংসের ফুটবলাররা। প্রতিপক্ষ সুযোগ করে দিলে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনহো। এই গোলের পর প্রথমার্ধেই আরও দুই গোল পায় বসুন্ধরা। ১৯ মিনিটে রাকিব হোসেনের পর প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেন অসরর গাফুরভ।

বিরতির পর ফিরিয়েই ব্যবধান ৫-০ করেন রাকিব। আদায় করেন নিজের জোড়া গোল। এরপর অবশ্য গোল খওয়া থেকে বেঁচেছে চট্টগ্রাম আবাহনী। বসুন্ধরাকে আর গোল করতে দেয়নি তারা।

গোপালগঞ্জে চট্টগ্রাম আবাহনীর হারের শোধ নেওয়া দূরে থাকা ফর্টিসের বিপক্ষে প্রায় হারতেই বসেছিল ঢাকা আবাহনী। পরে কর্নেলিয়াস স্টুয়ার্টের করা ইনজুরি টাইমের গোলে কোনো রকমে মান বাঁচিয়েছে আবাহনী। এদিন প্রথমার্ধে গোলশূন্য সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফর্টিসকে এগিয়ে নেন হারসিন ভালেরি। সেই গোলটিই শেষ পর্যন্ত রেজাল্ট গড়ে দেওয়ার পথে ছিল। তবে শেষ পর্যন্ত ফর্টিসকে রুখে দিয়েছে আবাহনী।

একইদিন রাজশাহীতে তলানিতে থাকা ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। প্রথমার্ধের শেষ মুহূর্তে মোস্তফা কাহরাবার গোলের পর ম্যাচের ৮৫ মিনিটে আরনেস্ট বোয়েটাং রহমতগঞ্জের জয় নিশ্চিত করেন।

এ সম্পর্কিত আরও খবর