লিটনকে কিছুদিন ব্রেক দেওয়া যেত, মনে করেন পাপন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-26 20:01:48

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্টে দল যখন ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে। তখন ব্যাট করতে উইকেটে আসেন দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। তার ওপর দলের অনেক আস্থা থাকলেও প্রথম বলেই ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে সাজঘরের পথ ধরেন। দলকে রেখে যান মহা বিপদে। তার এমন আউটের পর দেশজুড়েই চলছে সমালোচনা। যা নিয়ে মিরপুরে আজ সংবাদ মাধ্যমেও লিটনের ওপর ক্ষোভ ঝেড়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপান।

লিটনের আউট হওয়ার ধরণ নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে দেখছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। চিন্তা করে দেখেন ওর মতো একজন ওপেনার এত বছর ধরে যাকে আমরা খেলিয়েছে যার ওপর আমরা ডিপেন্ড করেছি। সে পারফর্ম করেছে এমন তো না সে খেলা পারে না। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে তাই তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি এর থেকে বড় সিগন্যাল কিছু তো হতে পারে না।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর ওয়ানডে থেকে বাদ পড়েন লিটন। এরপর ডিপিএলে মাঠে ফিরলেও সেখানেও ছিলেন ব্যর্থ। এই অবস্থায় লিটনকে কিছুটা বিশ্রাম দেওয়া যেত কিনা এমন প্রশ্নও ছিল পাপনের কাছে। উত্তরে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো আমাকে যদি জিজ্ঞেস করেন। তখন আপনারা বলতেন টেস্টে তার এমন রেকর্ড এই সেই কেন তাকে বাদ দিলো। আমার ধারণা এই সময়ে তাকে একটা ব্রেক দিলে ভালোভাবে ফিরে আসতে পারত। আরেকটু কিছুদিন যদি ব্রেক দেওয়া যেত।’

লঙ্কানদের দুই ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দুই ইনিংসে করা রানের সমান রানও করতে পারেনি বাংলাদেশ। ৫১১ রানের টার্গেটে ম্যাচ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। আর এখানটাতেই সমস্যা দেখেন পাপন, ‘সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।’

বাজেভাবে ম্যাচ হারলেও দলের অবস্থা অতটাও খারাপ নয় বলেও মনে করেন পাপন, ‘সবার কাছে যেমন লেগেছে আমার কাছেও তেমন লেগেছে ভালো লাগার কোনো কারণ নেই। আসলে এখানটায় কয়েকটা ব্যাপার আছে আমার মতামতটা বলতে পারি। প্রথম কথাটা হচ্ছে আমি এখানে হারা জেতা নিয়ে চিন্তিত না। হঠাৎ করে অন্যান্য দেশের অভিজ্ঞ খেলোয়াড়রা যখন চলে যায় নতুন একটা দল আসে তারা ৪-৫ বছর স্ট্রাগল করেই। সেদিক থেকে বলব আমাদের দলে ওরকম খারাপ অবস্থা হয়নি।’

এই প্রথম লঙ্কানদের বিপক্ষে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিবকে ছাড়ায় খেলেছে বাংলাদেশ। আর সেই টেস্টে এমন ভরাডুবি। যা নিয়ে পাপন বলেন, ‘একটা হচ্ছে তামিম সাকিব মুশফিক রিয়াদের মতো খেলোয়াড়রা নেই। ওরা এই প্রথম এরকম একটা খেলা খেলতে যাচ্ছে যেখানে কেউ নেই। দ্বিতীয়ত উইকেট আমরা টোটালি অন্য ধরণের এক উইকেটে খেলছি। এটাতে করে যারা খেলছে তাদের জন্য নতুন অভিজ্ঞতা।’

এ সম্পর্কিত আরও খবর