বছরের শুরুতেই মেসি-সুয়ারেস ত্রাণকর্তা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:04:20

বড়দিন অার নববর্ষের ছুটি শেষে মাঠে ফিরেই সেই পুরনো ছন্দে লিওনেল মেসি ও সুইস সুয়ারেস। তাদের দাপটে নতুন বছরে জয়ে শুরু করল বার্সেলোনা। গেটাফেকে অবশ্য হারাতে বেশ বেগই পেতে হয়েছে কাতালান ক্লাবটির।

রোববার রাতে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ছুটির আগের ছন্দটাই ধরে রেখে এদিন মাঠে নামেন মেসি। তার গোলে খেলার ২০তম মিনিটে এগিয়ে যায় বার্সা। তুলে নেন এবারের স্প্যানিশ প্রিমেরা লিগায় নিজের ১৬ নম্বর গোল। গোলদাতাদের তালিকার শীর্ষে তিনিই।

দ্বিতীয় গোলটি পেতেও দেরি হয়নি বার্সেলোনার। ৩৯তম মিনিটে মেসির ফ্রি-কিকেই বিপাকে পড়ে গেটাফে। বল ঠিকঠাক মতো ক্লিয়ার করতে না পারায় সুযোগটা কাজে লাগান সুয়ারেস। নিশানা খুঁজে নেন তিনি। লা লিগায় নিজের ১২ গোল গোল তুলে নেন তিনি।

মজার ব্যাপার হলো খেলার তিন নম্বর গোলটাও প্রথমার্ধেই এসেছে। গেটাফের হাইমে মাতা ব্যবধান কমিয়ে জমিয়ে রাখেন ম্যাচ। এমন কী দ্বিতীয়ার্ধে সমতায়ও ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু দলের ফরোয়ার্ড লুইস রদ্রিগেসের শট একটুর জন্য জালে আশ্রয় নেয়নি। একইভাবে ৬৭তম মিনিটে টের স্টেগেনের ব্যর্থতা পুঁড়িয়েছে দলকে।

এ অবস্থায় ১৮ ম্যাচ শেষে লা লিগায় এক নম্বর অবস্থানে থাকা বার্সেলোনার অর্জন ৪০ পয়েন্ট। লা লিগায় রোববারের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ০-২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ফেভারিটরা। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে ৩৩ পয়েন্ট নিয়ে সেভিয়া।

এ সম্পর্কিত আরও খবর