বড় জয়ে শুরু হট ফেভারিট ঢাকার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 01:23:54

রাজশাহী কিংসের ইনিংসের অর্ধেক পথেই মুলত এই ম্যাচের ভবিষৎ কি হতে যাচ্ছে, সেটা পরিস্কার হয়ে যায়। বাকি সময়টা শুধু একটাই অপেক্ষায় কাটে; রাজশাহীর হারের অপেক্ষা। সেই অপেক্ষায় এসে শেষ হয় ১৮.১ ওভারে। রাজশাহী অলআউট ১০৬ রানে। ঢাকা ডায়নামাইটস ম্যাচ জিতে ৮৩ রানের বিশাল ব্যবধানে।

বড় এবং দাপুটে জয় দিয়েই ষষ্ঠ বিপিএলের যাত্রা শুরু করলো ঢাকা ডায়নামাইটস। ব্যাটে-বলে পেশি ফুলিয়েই ম্যাচ জিতলো সাকিব আল হাসানের ঢাকা। হট ফেভারিট হিসেবেই এই ম্যাচে খেলতে নামা ঢাকা সেই হিসেব মেনেই ম্যাচও জিতলো পুরোদুস্তর একতরফা ভঙ্গিতে।

২৪ রানে রাজশাহীর ওপেনিং জুটি ভাঙ্গার পর বাকি ব্যাটসম্যানরা শুধু যেন এলেন আর গেলেন। ওপেনার মোহাম্মদ হাফিজ ৯ ওভার পর্যন্ত টিকেন। কিন্তু তার ২৮ বলে ২৯ রানের ইনিংস খুব বেশি হাততালি যে পাচ্ছে না। বল হাতে নিয়েই সৌম্য সরকারকে ফিরিয়ে দিলেন আন্দ্রে রাসেল। আর রুবেল হোসেন বোলিংয়ে আসতেই রাজশাহীর ইনিংসের ভেঙ্গে পড়া শুরু। নিজের দ্বিতীয় ওভারে দুই বলের ব্যবধানে জাকির ও হাফিজকে বিদায় করে রুবেলের বোলিং উৎসব শুরু। পরের ওভারে রাজশাহীর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে ফিরিয়ে ঢাকা ডায়নামাইটসের বড় জয়কে কেবল সময়ের ব্যাপার বানিয়ে ফেলেন রুবেল।

৫৯ রানে ৭ উইকেট হারানোর পর রাজশাহীর ইনিংস আর কত দুর সামনে বাড়ে-গ্যালারির অল্পকিছু দর্শকও সেই উৎসাহ হারিয়ে ফেসবুকে মনোযোগ দিলেন!

টসে হেরে ঢাকা ডায়নাইটস ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ওভার থেকেই মার মার কাট কাট ভঙ্গিতে ব্যাটিং শুরু করে। আফগান তরুণ হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে যেন ঝড় উঠে। মেহেদি মিরাজকে ম্যাচের ওভারেই বিশাল ছক্কা হাঁকিয়ে জাজাই জানিয়ে দেন-এই ম্যাচ ব্যাট হাতে শাসন করতেই নেমেছেন তিনি।

করলেনও দাপুটে ভঙ্গিতেই সেই শাষন। ২২ বলে হাফসেঞ্চুরি পুরো। ৫০ রান পুরো হওয়ার পর হাফিজের বলে অনেক উঁচুতে একটা ক্যাচ তুলেছিলেন। খানিকটা দৌড়ে উইকেটকিপার জাকির হাসান সবাইকে কাছে আসতে নিষেধ করে বলের নিচে গেলেন। কিন্তু বল রাখতে পারলেন না! হাতের ফাঁক গলে ক্যাচ মিস! তবে সেই ক্যাচ মিসের সুযোগটা তেমন কাজে লাগাতে পারলেন না জাজাই। ছক্কা-চারের ঝড়ে গড়া ৪১ বলে থেমে গেল তার ইনিংস ৭৮ রানে। ইনিংসের ৭ ছক্কার ৫টিই হাঁকান জাজাই রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের স্পিনকে মোয়া বানিয়ে!

১১৬ রানে ঢাকা ডায়নামাইটসের ওপেনিং জুটি ভাঙ্গার পর রানের গতিও কমে যায়। মিডলঅর্ডারে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়ে ফিরলেন। তবে শেষের দিকে ব্যাট হাতে আরেকবার ‘ঝড়’ উঠলো শুভাগত হোমের ব্যাটে। মাত্র ১৪ বলে হার নামা ৩৬ রান করলেন শুভাগত। আলাউদ্দিন বাবুর করা ইনিংসের শেষ ওভার থেকেই শুভাগত তুলে নিলেন ২০ রান। ঢাকার সংগ্রহ পৌছালো ১৮৯ রানের নিরাপদ জায়গায়।

৩ ওভারে ৫৩ রান খরচায় রাজশাহী কিংসের পেসার আলাউদ্দিন বাবুর এই ম্যাচটা শেষ হয় দুঃস্বপ্নের মধ্যে দিয়ে।

সংক্ষিপ্ত স্কোর: ঢাকা ডায়নামাইটস: ১৮৯/৫ (২০ ওভারে, জাজাই ৭৮, নারিন ৩৮, পোলার্ড ৩. সাকিব ২, রাসেল ২১*, নুরুল হাসান ১, শুভগত হোম ৩৮*, সানি ২/২৩, মিরাজ ১/৩৮, কায়েস ১/২৯, হাফিজ ১/১৫)। রাজশাহী কিংস: ১০৬/১০ (১৮.১ ওভারে) হাফিজ ২৯, এভান্স ১০, রুবেল ৩/৭, মোহর শেখ ২/২৪, রাসেল ১/১২, সাকিব ১/১১)। ফল: ঢাকা ডায়নামাইটস ৮৩ রানে জয়ী। ম্যাচসেরা: হযরতউল্লাহ জাজাই।

এ সম্পর্কিত আরও খবর