বাংলাদেশকে ২০০ রানের টার্গেট লঙ্কান যুবাদের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-13 15:12:56

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও এরপর পথ হারায় লঙ্কানরা। মাহফুজুর রহমান রাব্বির পর ওয়াসি সিদ্দিক বল হাতে ঝলক দেখান। তাদের বোলিংয়ে ১১৮ রানেই পাঁচ উইকেট হারায় লঙ্কান যুবারা। তবে এরপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা।

এদিন ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিলেন লঙ্কান ওপেনার পুলিনদো পেরেরা। ২৮ রাতে তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মারুফ মৃধা। এরপর ডি সিলভাকে নিয়ে অধিনায়ক সিনথ জয়াবর্ধনে দলকে টানছিলেন। তবে খুব বেশি সময় রাব্বির সামনে টিকতে পারেননি দু’জনের কেউ। ২১ রানে সিলভার পর জয়বর্ধনে ফিরেছেন ২৫ রানে।

শুরু পেয়েছিলেন কালুপাহানাও তবে তাকে ফেরান সিদ্দিক। পরের বলে ফের মালশাকে ফিরিয়ে লঙ্কানদের কোণঠাসা করে ফেলে বাংলাদেশি যুবারা। বিপদ কাটাতে হাল ধরেন রাসান্ডা ও শারুজান। তারা ফিরলে লঙ্কানদের মাঝারি মানের সংগ্রহ দাঁড় করাতে লড়াই করেন লাহিরু ও পেরেরা।

আর তাতেই কোনো ফিফটি ছাড়ায় বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ১৯৯ রান জমা করে লঙ্কানরা। তাতে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২০০ রান। বল হাতে তিন উইকেট শিকার করেছেন ওয়াসি। দুটি করে উইকেট তুলেছেন মৃধা ও রাব্বি।

গ্রুপপর্বে বাংলাদেশের এটিই শেষ ম্যাচ। আগের দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়ায় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত। তবে আজ জিতলে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখবে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর