ফিলিপসে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, নিউজিল্যান্ডের জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-09 15:30:19

মাঝে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে বল মাঠে গড়ায়নি দেড় দিন। এরপরও স্বস্তিতে ছিল বাংলাদেশ। কেননা যে গতিতে এগুচ্ছিল মিরপুর টেস্ট; তাতে জয়টা যে প্রত্যাশিত ছিল বাংলাদেশেরই। তৃতীয় দিনের দুপুর গড়াতেই যেন পাল্টে গেল দৃশ্যপট। ৪৬ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে টেনে তুললেন গ্লেন ফিলিপস। তার করা ৮৭ রানেই ইনিংসেই বাংলাদেশের ১৭২ রান টপকে ৮ রানের লিড পায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউইদের ১৩৭ রানের টার্গেট ছুড়ে বাংলাদেশ। প্রায় দুইদিন বাকি থাকলেও মিরপুরের স্পিন স্বর্গে সেটা রীতিমতো পাহাড়সম। চতুর্থ দিনের চা বিরতির আগেও জয়ের পথ রচিত করে রেখে গিয়েছিলেন তাইজুল-মিরাজ। ৪৭ রানের আগে ৪ উইকেট তুলতে হতো বাংলাদেশকে। তবে সে পথে আরও একবার বাধা হয়ে দাঁড়ালেন গ্লেন ফিলিপস। সঙ্গ পেলেন মিচেল স্যান্টনারের থেকে। দেখে শুনে খেলার বদলে আগ্রাসী হয়ে উঠলেন দু’জনে। বদলে গেলে মিরপুর টেস্টের গতিপথ। ৪ উইকেটের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়। সুযোগ পেয়েও ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে সিরিজ জিততে পারল না নাজমুল শান্তর দল।


লক্ষ্যটা মাত্র ১৩৭ রানের হলেও চতুর্থ দিনের চা বিরতির আগেও দারুণভাবে ম্যাচে ছিল বাংলাদেশ। ৫১ রানে তুলে নিয়েছিল কিউইদের পাঁচ টপ অর্ডার ব্যাটারকে। ভয়ঙ্কর হয়ে উঠা ড্যারেল মিচেলকে চা বিরতির আগে ফিরিয়েছিল বাংলাদেশ। স্বপ্ন দেখছিল চা বিরতি শেষ করে জয় তুলে নেওয়ার। তবে সে পথে আরও একবার বাধা হয়ে দাঁড়ান ফিলিপস। স্যান্টনারে সঙ্গে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ৭০ রান। তাতেই নিশ্চিত হয় সফরকারীদের জয়। জয়ের পথে ৪৮ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। অন্যদিকে ৩৯ বলে ৩৫ রান এসেছে স্যান্টনারের ব্যাট থেকে।

এর আগে এদিন মিরপুরের স্পিন-স্বর্গে কিউইদের ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে বল হাতে বাংলাদেশকে দারুণ এনে দেন পেসার শরীফুল ইসলাম। কিউই ওপেনার ডেভন কনওয়েকে রীতিমতো নাচিয়ে সাজঘরে ফেরান ২ রানে। ৫ রানে প্রথম সাফল্য পায় বাংলাদেশ।

অবশ্য পাল্টা আক্রমণটা ভালোই দিচ্ছিলেন কেন উইলিয়ামসন। টম ল্যাথামকে নিয়ে বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে উইকেটে জমে উঠতে শুরু করেছেন দু’জনে। বাংলাদেশি বোলারদের জন্য যা রীতিমতো হুমড়ি স্বরূপ। তবে ১১ রানে থাকা উইলিয়াসমনকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল। ২৪ রানে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের।

এরপর দ্রুতই ফিরেছেন হেনরি নিকোলাস। টিকতে পারেননি টম ব্লান্ডেলও। ল্যাথাম ভয় ধরালেও তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মিরাজ। ২৬ রানে ফিরতে হয় তাকে। এরপর থিতু হয়ে উঠছিলেন মিচেল। তাকেও ফিরতে হয়েছে মিরাজের কাছে পরাস্ত হয়ে। তাতে মিরপুর টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। যদিও পরে ফিলিপস এসে বাংলাদেশের জয়ের স্বপ্নে পানি ঢেলে দেন। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সিরিজে ভাগ বসান।

ঢাকা টেস্ট স্কোরকার্ড:
বাংলাদেশ প্রথম ইনিংস:
বাংলাদেশ ১৭২/১০ (৬৬.২ ওভারে, জাকির হাসান ৮, মাহমুদুল ১৪, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম হাসান ১৩, তাইজুল ৬, শরিফুল ১০, অতিরিক্ত ১৪ স্যান্টার ৩/৬৫, এজাজ ২/৫৪, ফিলিপস ৩/৩১)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৮০/১০ ( ৩৭.১ ওভারে, ল্যাথাম ৪. কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১৮, ব্লানডেল ০, ফিলিপস ৮৭, স্যান্টার ১, জেমিসন ২০, সাউদি ১৪, এজাজ ০, অতিরিক্ত ১১, মেহেদি ৩/৫৩, তাইজুল ৩/৬৪, নাঈম ২.২১, শরিফুল ২/১৫)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৪৪/১০ ( ৩৫ ওভারে জাকির হাসান ৫৯, এজাজ ৬/৫৭)। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৩৯/৬( গ্লেন ফিলিপস ৪০*, স্যান্টনার ৩৫*, মেহেদি ৩/৫১)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা: গ্লেন ফিলিপস। সিরিজ: ১-১ ড্র।

এ সম্পর্কিত আরও খবর