কিউইদের শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-09 12:49:50

মিরপুরের স্পিন-স্বর্গে ব্যর্থতার গল্প লিখেছে বাংলাদেশ। কিউইদের বোলিং তোপে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়েই গুটিয়ে গেছে বাংলাদেশ। দায়িত্বটা এখন বাংলাদেশি বোলারদের। সেই কাজটা অবশ্য শুরুতে দারুণ করেছেন পেসার শরীফুল ইসলাম। কিউই ওপেনার ডেভন কনওয়েকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন তিনি। এরপর সাজঘরে ফিরেছেন ২ রানে। ৫ রানে প্রথম সাফল্য পায় বাংলাদেশ।

অবশ্য পাল্টা আক্রমণটা ভালোই দিচ্ছিলেন কেন উইলিয়ামসন। টম ল্যাথামকে নিয়ে বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে উইকেটে জমে উঠতে শুরু করেছেন দু’জনে। বাংলাদেশি বোলারদের জন্য যা রীতিমতো হুমড়ি স্বরূপ। তবে বিপদ বাড়তে দেননি তাইজুল। ১১ রানে থাকা উইলিয়াসমনকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ২৪ রানে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের।

এর আগে চতুর্থ দিনে ৮ উইকেট হাতে রেখে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আগের দিন শেষ বিকেলে অধিনায়ক শান্ত চালিয়ে খেলতে গিয়ে ১৫ রানে আউট হলেও অন্তত ২০০ রানের প্রত্যাশা করেছিল বাংলাদেশ। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই প্রত্যাশার কথায় শুনিয়েছিল নাঈম হাসান। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় হয়নি সেটা।

কিউই স্পিনে নাগাল হয়েছে বাংলাদেশি ব্যাটাররা। জাকির হাসান ছাড়া উইকেটে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। শেষ পর্যন্ত তিনি থেমেছেন ৫৯ রানে। ৮৬ বলে করা তার ওই ইনিংসে ভর করেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৪ রান। বাংলাদেশের দশ উইকেটের ৯টিই নিয়েছেন কিউইদের দুই স্পিনার। আজাজ প্যাটেল ও মিচেল স্টাটনার। টেস্ট ক্যারিয়ারের ১৬ তম ম্যাচে এসে চতুর্থবারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন প্যাটেল।

এ সম্পর্কিত আরও খবর