কিউইদের ১৩৭ রানের টার্গেট দিয়ে অলআউট বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-09 11:39:25

জাকির হাসান আশার প্রদীপ জ্বেলে রেখেছিলেন। লড়ছিলেন বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দিতে। তবে সঙ্গ পাননি অপর প্রান্ত থেকে। চতুর্থ দিনের শুরুতেই দলকে বিপদে ফেলে উইকেট ছেড়ে যান মুমিনুল-মুশফিক। হাল ধরতে পারেননি শাহাদাত-মিরাজ ও নুরুল হাসানরাও। বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে।

তাতে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়িয়েছে মাত্র ১৩৭ রানের। দায়িত্বটা এখন বোলারদের। আরও পরিষ্কার করে বললে স্পিনারদের। তাদের হাতেই যে নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য।

চতুর্থ দিনে ৮ উইকেট হাতে রেখে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আগের দিন শেষ বিকেলে অধিনায়ক শান্ত ১৫ রানে আউট হলেও অন্তত ২০০ রানের প্রত্যাশা করেছিল বাংলাদেশ। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই প্রত্যাশার কথায় শুনিয়েছিল নাঈম হাসান। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় হয়নি সেটা।

কিউই স্পিনে নাগাল হয়েছে বাংলাদেশি ব্যাটাররা। জাকির হাসান ছাড়া উইকেটে দাঁড়াতেই পারেননি কেউই। শেষ পর্যন্ত তিনি থেমেছেন ৫৯ রানে। ৮৬ বলে করা তার ওই ইনিংসে ভর করেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৪ রান। বাংলাদেশের দশ উইকেটের ৯টিই নিয়েছেন কিউইদের দুই স্পিনার। এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার। টেস্ট ক্যারিয়ারের ১৬ তম ম্যাচে এসে চতুর্থবারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন প্যাটেল। তার শিকার ৬ উইকেট। ৩ উইকেট তুলেছেন স্যান্টনার।

আগের দিন বৃষ্টি শেষে ব্যাট করতে নেমে বাংলাদেশের ১৭২ রান টপকে ৮ রানের লিড নেয় কিউইরা। ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের সর্বনাশ করে দিয়ে যান গ্লেন ফিলিপস। জবাবে বাংলাদেশের শুরুটা হয়নি ভালো। প্রথম ওভারেই ফিরে যান মাহমুদুল জয়। এরপর আলোক সল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ১৫ রানে ফিরে যান শান্ত। চতুর্থ দিন শুরুতে ৮ উইকেট হাতে থাকায় বাংলাদেশের প্রত্যাশা ছিল অন্তত ২০০ রানের টার্গেট ছোঁড়া। যদিও শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় সেটা দাঁড়িয়েছে ১৩৭ রানে।

বাংলাদেশ প্রথম ইনিংস:
বাংলাদেশ ১৭২/১০ , ৬৬.২ ওভার (জাকির হাসান ৮, মাহমুদুল ১৪, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম হাসান ১৩, তাইজুল ৬, শরিফুল ১০, অতিরিক্ত ১৪ স্যান্টার ৩/৬৫, এজাজ ২/৫৪, ফিলিপস ৩/৩১)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৮০/১০ , ৩৭.১ ওভার (ল্যাথাম ৪. কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১৮, ব্লানডেল ০, ফিলিপস ৮৭, স্যান্টার ১, জেমিসন ২০, সাউদি ১৪, এজাজ ০, অতিরিক্ত ১১, মেহেদি ৩/৫৩, তাইজুল ৩/৬৪, নাঈম ২.২১, শরিফুল ২/১৫)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৪৪/১০ , ৩৫ ওভার (জাকির হাসান ৫৯, এজাজ ৬/৫৭)

এ সম্পর্কিত আরও খবর