শেষ ওভারের নাটকীয়তায় নিয়মরক্ষার ম্যাচও ভারতের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-03 23:39:27

সিরিজটা নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। এতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা ছিল কেবলই নিয়মরক্ষার। সেখানেও জয় পেল ভারত। শ্রেয়াস আইয়ারের ফিফটির পর জিতেশ শর্মা ও অক্ষর প্যাটেলের ক্যামিওতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। পরবর্তীতে বোলারদের দলীয় পারফর্মে শেষ ওভারে গড়ানো ম্যাচে ৬ রানের জয় পায় সূর্যকুমার যাদবের দল।

বেঙ্গালুরুতে আগে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অজিরা। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে ভারত।

চ্যালেঞ্জিং সেই লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ঝোড়ো শুরু পায় বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক ট্রাভিস হেড। তবে আরেক ওপেনার জশ ফিলিপ ফেরেন দ্রুতই। দলীয় ২২ রানের মাথায় মুকেশ কুমারের বলে ফেরেন তিনি (৪)। ভয়ঙ্কর হয়ে ওঠা হেডকে (২৮) ফেরান রবি বিষ্ণয়। অ্যারন হার্ডিও ফেরেন কেবল ৬ রানেই।

তবে বেন ম্যাকডরমেটের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখে সফরকারীরা। তবে ফিফটির পর তাকে (৫৪) ফেরান আরেক পেসার অর্শদীপ সিং। এরপর আর কোনো ব্যাটার সেভাবে হাল ধরতে পারেননি। তবে শেষ দিকে অধিনায়ক ম্যাথিউ ওয়েডের ২২ রানের ক্যামিও ম্যাচ নিয়ে যায় শেষ ওভারে। সেখানে বাঁহাতি পেসার অর্শদীপের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে জয় পায় ভারত।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুকেশ। অর্শদীপ ও বিষ্ণয় নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। পুরো সিরিজে ছন্দে থাকা দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড় এদিনও শুরুটা করেছিলেন ছন্দে থেকেই। তবে চার বলের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। ২১ রানে যশস্বী ফেরার পর দলীয় ৩৩ রানের মাথাতেই ফেরেন ঋতুরাজ (১০)। অধিনায়ক সূর্যকুমারও ফেরেন দলীয় ৪৬ রানের মাথায়।

তবে সেখানে ম্যাচের হাল ধরেন সহ-অধিনায়ক শ্রেয়াস। ৩৭ বলে ৫৩ রানে এই ডানহাতি ব্যাটার ফেরার পর জিতেশের ২৪ এবং অক্ষরের ৩১ রানের ভরে ১৬০ রানে পৌঁছায় ভারত। বেন ডোয়ারশুইস ও জ্যাসন বেহরেনডোর্ফ নেন দুটি করে উইকেট।

ব্যাট হাতে ক্যামিও ইনিংসের পর বল হাতে এক উইকেট নেওয়ার পর ম্যাচ সেরার পুরস্কার জেতেন অক্ষর। সিরিজে ৯ উইকেট নেওয়া বিষ্ণয়ের হাতে থামে সিরিজ সেরার পুরস্কার।

এ সম্পর্কিত আরও খবর