ওয়ানডের চমকটা এবার টেস্টে দেখাতে চান রবীন্দ্র

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-25 18:53:58

আন্তর্জাতিক ক্রিকেটে বয়সটা মাত্র দুই বছর। এই বয়সে হাঁটতে গিয়ে হোঁচট খায় অনেকেই। অথচ নিউজিল্যান্ডের এই তরুণ দৌড়চ্ছেন। তাও উসাইন বোল্টের গতিতে। রাচিন রবীন্দ্র অনেকটা এমনই। নিজের অভিষেক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ৫৪৩ রান করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। সেই তার এবার টেস্ট পরীক্ষা। প্রতিপক্ষ বাংলাদেশ।

২০২১ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন রাচিন। সে অর্থে তেমন কিছুই করে দেখাতে পারেননি তিনি। ব্যাটিংয়ে দুটি হাফ সেঞ্চুরি পেলেও বল হাতে উইকেট মোটে তিনটি। তবে বিশ্বকাপে যা করে দেখিয়েছেন সদ্য ২৪ এ পা দেওয়া এই তরুণ; তাতে তাকে গিরে প্রত্যাশাটা আকাশচুম্বী। সেই প্রত্যাশাটা মেটাতেও চান তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে দারুণ কিছু করে দেখাতে মরিয়া রাচিন।

আগামী ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। তার আগে সিলেটে নিজের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন রাচিন। জানিয়েছেন কত দ্রুত সবকিছু ঘটে গেছে তার জীবনে। রাচিন বলেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটেছে। আমি এখনই এই অবস্থানে আসতে পেরে খুব সৌভাগ্যবান। আমার বয়সে ক্রিকেট খেলে বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারাটা সত্যিই বিশেষ।’

সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে শিফট করা ও মানিয়ে নেওয়া তার জন্য কঠিন হবে কিনা এমন প্রশ্নে রাচিন বলেন, ‘আমি লাল বলের ক্রিকেটে ফিরতে পারা উপভোগ করছি। কারণ আমি রান করতে চাইছি। আর এটি আপনাকে স্কোর করার জন্য একটি ভাল অবস্থানে রাখে। তবে সম্ভবত বাংলাদেশে এটি কিছুটা পরিস্থিতির উপর নির্ভর করে। পিচ কিরকম আচরণ করে সেটা লক্ষণীয়। আর সে কারণে সম্ভবত আপনাকে পেছনে নেমে আসতে হতে পারে এবং রিস্কি শট পরিহার করতে হতে পারে। তবে পিচ ও পরিস্থিতি বুঝে আপনি আপনার স্বাভাবিক খেলাটি খেলতেই পারেন। এটি আসলে খেলার পরিস্থিতি আপনাকে নির্দেশ করবে।’

টেস্ট মেজাজ নিয়ে রাচিন বলেন, ‘আমরা কখনও কখনও বুঝতে পারি না যে একটি টেস্ট ম্যাচ আসলে কত দীর্ঘ হয়- প্রতিদিন আপনার কাছে ৯০ ওভার আছে। আর এটা পাঁচ দিন, তাই এখানে অনেক সময় পাওয়া যায়, তাই আশা করি আমরা ওয়ানডের থেকে টেস্টে সেই শান্ত মেজাজে ব্যাট করতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর