রোনালদো-বেনজেমা থাকলেও ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে নেই মেসি-নেইমার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 11:02:14

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসির। শুধু মেসি নয়। তালিকায় নেই তার বন্ধু ও পিএসজি সতীর্থ নেইমারও।

গত মৌসুমটা মেসির মোটেই ভালো কাটেনি। পিএসজি'র জার্সি গায়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে তিনি গোল করেছেন মাত্র ২৫টি। যে কারণে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার নেই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও।

নেইমারও গত মৌসুমে ভালো করতে পারেননি। তবে ব্রাজিলিয়ান এ সুপারস্টার গেল মৌসুমের বেশির ভাগ সময় মাঠের বাইরে ছিলেন চোট নিয়ে।

মেসি-নেইমার না থাকলেও গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগে হয়েছিলেন রেড ডেভিলদের সর্বোচ্চ গোলদাতা।

দাপুটে পারফরম্যান্স দিয়ে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন কারিম বেনজেমা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল উপহার দিয়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ছিনিয়ে নিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ফলে এবারের ব্যালন ডি’অর পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার এখন এ ফরাসি স্ট্রাইকার।

তালিকায় রয়েছেন ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যাওয়া রবার্ট লেওয়ানডোস্কি। প্রিমিয়ার লিগের দুই সর্বোচ্চ গোলদাতা মোহামেদ সালাহ, সন হিউং মিনও রয়েছেন তাদের সঙ্গী হয়ে।

আগামী ১৭ অক্টোবর গত মৌসুমের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার।

এ সম্পর্কিত আরও খবর