লিগ সেরা হয়ে ফাইনালে অপরাজিত বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 03:43:40

ফাইনালে উঠার জন্য দরকার ছিল ড্র। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই ড্র-ই করল বাংলাদেশ। তবে অজেয় থেকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে আজ মঙ্গলবার রাউন্ড রবিন লিগ পর্বে শেষ লড়াইয়ে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

অপরাজিত থেকে তিন জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে লিগের সেরা দল হিসেবে ফাইনালের পা রাখল বাংলাদেশের যুবারা।

আগের তিন ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০, ভারতকে ২-১ ও মালদ্বীপকে ৪-১ গোলে হারলেও এবার দেশের ছেলেদের লড়াইটা অমীমাংসিত রয়ে গেল।

ফাউলের সিদ্ধান্ত নিয়ে ধাক্কাধাক্কি করে দ্বিতীয়ার্ধের শুরুতে দশ জনের দলে পরিণত হয় দুদল। ৬৩তম মিনিটে সতীর্থের কাট ব্যাক থেকে পাওয়া বল নিখুঁত নিশানায় পিয়াস আহমেদ নোভা জালে জড়িয়ে দেন। এগিয়ে যায় বাংলাদেশ। ৬৭তম মিনিটে বদলি খেলোয়াড় নিরঞ্জন মাল্লা বক্সের বাইরে থেকে জোরালো শটে নেপালকে সমতাসূচক গোল উপহার দেন। 

আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত।

এ সম্পর্কিত আরও খবর