হ্যাটট্রিক ট্রফিতে কিংসের নতুন কীর্তি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 07:31:52

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে ধরাশায়ী করে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস৷ শীর্ষ লিগে অভিষেকের পরই কোনো ক্লাবই শিরোপা জয়ের হ্যাটট্রিক করতে পারেনি। বসুন্ধরা কিংস সেই কীর্তি নিজেদের করে নিয়েছে।

ম্যাচের ২৮তম মিনিটে মতিন মিয়া বক্সের মধ্যে দারুণ এক শটে গোল করেন। মাঝে ৩৭ মিনিটে বসুন্ধরার ডিফেন্ডার ইয়াসিন আরাফাত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বদলি হিসেবে মাঠে নামা বিপলু আহমেদ চমৎকার ফিনিশিংয়ে ম্যাচের স্কোরলাইন ২-০ নিয়ে যান। এতেই দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে কিংস। 

ঘরোয়া ফুটবল লিগে হ্যাটট্রিক ট্রফি জয়ের রেকর্ড রয়েছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডানের। ১৯৮৩-৮৫ মৌসুমে আবাহনী ও ১৯৮৬-৮৮ মৌসুমে মোহামেডান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন গৌরবের মালিক বনে যায়৷ 

২০০৭ সাল থেকে প্রিমিয়ার লিগের অভিষেক হওয়ার পর হ্যাটট্রিক শিরোপা জিতেছে কেবল আবাহনী। ২০১০ সালে অভিষেক হওয়া শেখ জামাল টানা দুই বার জিতলেও হ্যাটট্রিক করতে পারেনি ৷ 

২০১৮ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া বসুন্ধরা কিংস এবার হ্যাটট্রিক শিরোপা ছিনিয়ে নিয়ে অনন্য এক মাইলফলক গড়ল৷

এ সম্পর্কিত আরও খবর